উইম্বলডনের কোয়াটার ফাইনাল নিশ্চিত করলেন ফেদেরার

উইম্বলডনের কোয়াটার ফাইনাল নিশ্চিত করলেন ফেদেরার

উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন সুইস তারকা রজার ফেদেরার। ওপেন যুগে সব চেয়ে বেশি বয়সের টেনিস খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন ৩৯ বছরের ফেদেরার। প্রথম ও তৃতীয় রাউন্ডে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়া রজার ফেদেরার শেষ ষোলতে পেয়েছেন অনায়াস জয়। ২ ঘণ্টা ১১ মিনিটে তিনি হারিয়েছেন ইতালির লরেঞ্জো সোনেগোকে। ফেদেরার জিতেছেন ৭-৫, ৬-৪, ৬-২ গেমে।

ম্যাচের প্রথম সেটে কিছুটা লড়াই করলেও পরের দুটি সেটে সোনেগো দাঁড়াতেই পারেননি। প্রথম সেটে ৫-৫ ফল ছিল যখন, তখনই বৃষ্টি নামে। তখন খেলা বন্ধ হয়ে যায়। ম্যাচ শুরু হলে ফেদেরারকে রুখতে পারেননি। আট বারের উইম্বলডনজয়ী টেনিস তারকা জয়ের পর বলেন, “দারুণ খুশি লাগছে। সোনেগোর বিরুদ্ধে বেশ কিছু কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে মনে হয় প্রথম সেটের পর ম্যাচের নিয়ন্ত্রণ আমার হাতে চলে আসে। কোয়ার্টার ফাইনালে উঠতে পেরে আবেগাপ্লুত। বিশাল মুহূর্ত এটা আমার কাছে”।

ফেদেরারের রেকর্ডের দিনে কোয়াটার ফাইনাল নিশ্চিত করেছেন জকোভিচ। সার্বিয়ান তারকা জকোভিচ হারান চিলির ক্রিস্তিয়ান গারিনকে। এটি জকোভিচের ৫০তম গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনাল। যা দ্বিতীয় সর্বোচ্চ। ফেদেরার ও নাদালের ২০ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় থাকা জকোভিচ এদিন ৬-২, ৬-৪, ৬-২ গেমে হারান ক্রিস্তিয়ান গারিনকে। শেষ আটে তার প্রতিপক্ষ হাঙ্গেরির মার্টন ফুসকোভিকস।

মন্তব্যসমূহ (০)


Lost Password