ভারতীয় বিমানঘাঁটিতে আবারও ড্রোন হামলা

ভারতীয় বিমানঘাঁটিতে আবারও ড্রোন হামলা
MostPlay

শত্রুশিবিরের ড্রোন দ্বারা বার বার চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে ভারতের প্রতিরক্ষাব্যবস্থা । গত শনিবার দিবাগত রাতে জম্মুর বিমানবাহিনীর ঘাঁটিতে অল্প সময়ের ব্যবধানে দুটি হামলার ২৪ ঘণ্টার মধ্যে আবার সেনাঘাঁটিতে ঢুকে পড়ল দুটি স্বয়ংক্রিয় চালকহীন উড়ন্ত যান বা ড্রোন। রাতের অন্ধকারে গুরুতর কিছু ঘটার আগেই তৎপর সেনারা তা লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি এড়িয়ে ড্রোন দুটি চলে যায়। সীমান্তের ওপার না এপার, কোন এলাকা থেকে কারা ড্রোন হামলা চালাচ্ছে তা বোঝা যাচ্ছে না।

শনিবারের হামলায় ক্ষয়ক্ষতি সামান্যই। ড্রোন মারফত দুটি বিস্ফোরণ ঘটানো হলেও কারও মৃত্যু হয়নি। আহত হয়েছিলেন বিমানবাহিনীর দুই সেনাসদস্য। তবে গত রোববার দ্বিতীয় দফায় ড্রোন হামলায় অবশ্য কোনো ক্ষতি হয়নি। ড্রোনের সঙ্গে বিস্ফোরক ছিল কি না, তা–ও জানা যায়নি। ভারতের সামরিক বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন, সীমান্তপারের ‘লো কস্ট ওয়ারফেয়ার’ নীতির অঙ্গ এই ড্রোন হামলা। এমন ধরনের হামলা চালাতে যা খরচ হয়, তার চেয়ে অনেক বেশি খরচ করতে হয় এই হামলাকে প্রতিহত করার জন্য।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, এত দিন ধরে সীমান্তে গোলাগুলি চলেছে। কিন্তু নিয়ন্ত্রণরেখার ২০–২৫ কিলোমিটার দূরত্বে সেনাছাউনিতে ড্রোন দিয়ে হামলা চালানোর ঘটনা আগে ঘটেনি। সেই নিরিখে পরপর দুদিনের ড্রোন হামলা সীমান্তপারের সন্ত্রাসের নবতম অধ্যায়।

সীমান্তবর্তী জম্মু–পাঠানকোট জাতীয় সড়কের কাছে কালুচক পুরমন্ডল রোডে রয়েছে সেনাঘাঁটি। রোববার মধ্যরাত নাগাদ তার ওপর একটি ড্রোনকে চক্কর দিতে দেখা যায় বলে জানা গেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password