ভারতে Walton পণ্যের রপ্তানীতে অসন্তোষ সেদেশের ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারারদের।

ভারতে Walton পণ্যের রপ্তানীতে অসন্তোষ সেদেশের ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারারদের।
MostPlay

Walton ট্যাগ সম্বলিত ফ্রিজ,ওয়াশিং মেশিন এবং হোম এপ্লায়্যান্স রপ্তানীতে বেশ কিছু ভারতীয় ইলেকট্রনিক পণ্য উৎপাদক অখুশী হয়েছেন।

তাদের ভাষায়,চীনের পর বাংলাদেশই একমাত্র দেশ যারা পণ্য রপ্তানীর মাধ্যমে ভারতীয় বাজার ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। তাই,ওয়ালটন গ্রুপের পণ্যকে চাইনিজ পণ্যের সাথে তুলনা করে তা ''বয়কটের'' আহবান জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় থাকা বেশ কিছু এক্টিভিস্ট। তাদের মতে বাংলাদেশ তাদের দেশের দেশীয় পন্যের চাহিদাকে বিনস্ত করতে চায়। 

তারা বাংলাদেশের বেশকিছু পন্য এবং পন্যের আমদানীকারন প্রতিষ্ঠানকে  ব্ল্যাকলিস্ট করার আহ্বানও জানানো হয়েছে। তাদের ভাষায়,ভারতের অর্থনীতিকে দুর্বল করতে চীনের নতুন পলিসি অনুযায়ী ''বন্ধুরুপী শত্রু বাংলাদেশ'' এসব চীনা পন্য বানিয়ে ভারতে রপ্তানী করছে, যা নাকি ভারতের স্বাধীনতার পক্ষে হুমকীস্বরুপ। কোভিড-১৯ পরিস্থিতিতে বাংলাদেশের উপর আরো বেশী রপ্তানী শুল্ক আরোপের আহবান ও জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়।তবে,ভারতের পণ্য বাংলাদেশে রপ্তানী নিয়ে উক্ত আলোচনায় তেমন কোন আলোচনা করা হয়নি।

মন্তব্যসমূহ (০)


Lost Password