আটক হেফাজত নেতা নোমানী রিমান্ডে

আটক হেফাজত নেতা নোমানী রিমান্ডে

হেফাজত ইসলামের নেতা ওয়াসেক বিল্লাহ নোমানীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আইসিটি মামলায় সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চাইলে ১নং আমলী আদালতের বিচারক আব্দুল হাই একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রবিবার বিকালে নগরীর সেনবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। 

এর আগে ধর্মীয় ও সরকার বিরোধী উস্কানিমূলক বক্তব্য প্রদানের অভিযোগে জেলা শ্রমিকলীগ নেতা রাকিবুল ইসলাম শাহীন কোতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ করেন। আটকের পর রবিবার রাতে শ্রমীক লীগ নেতার অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালী মডেল থানায় এসআই মাহবুবুর রশিদ বাদী হয়ে আরো একটি মামলা দায়ের করেন।  

কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, ওয়াসেক বিল্লাহ নোমানী ওরফে চয়ন কুমার দাসকে সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে ১নং আমলী আদালতের বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। ওয়াসেক বিল্লাহ নোমানীর নেত্রকোনা জেলার পূর্বধলা থানার মনোরঞ্জন দাসের পুত্র। সে সেনবাড়ি রোড একটি মাদ্রাসার শিক্ষকতা করতো।

মন্তব্যসমূহ (০)


Lost Password