বিএনপির ৩৭ নেতা-কর্মীর প্রাণ করোনা কেড়ে নিয়েছে

বিএনপির ৩৭ নেতা-কর্মীর প্রাণ করোনা কেড়ে নিয়েছে

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিএনপির অন্তত ৩৭ জন নেতাকর্মীর মৃত্যু হয়েছে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন দলের প্রায় শতাধিক নেতাকর্মী ও সমর্থক। এছাড়া প্রতিদিন আক্রান্তের তথ্য আসছে বলে জানিয়েছে বিএনপির করোনা পর্যবেক্ষণ কেন্দ্রীয় সেল।

গতকাল মঙ্গলবার বিএনপির করোনা পর্যবেক্ষণ সেলের কেন্দ্রীয় আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, প্রতিদিনই নতুন তথ্য আসছে। সর্বশেষ তথ্য অনুযায়ী করোনা আক্রান্ত হয়ে ৯২ জনের আক্রান্ত হওয়ার তথ্য পেয়েছি এবং ৩৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থতার হিসাব আমাদের কাছে নেই।

তিনি বলেন, ‘খুলনাতে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। আম্ফান হওয়ার পরে আমাদের অনেকে সেখানে কাজ করায় আক্রান্তের হার আরও বাড়তে পারে। চট্টগ্রাম বিভাগে মৃতের সংখ্যা বেশি।’

টুকু বলেন,‘ আমাদের যে সকল নেতাকর্মী আক্রান্ত হয়েছেন বা মারা গেছেন তাদের পরিবারের সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব কথা বলেছেন। বৃহস্পতিবার (১১ জুন) মহাসচিব এ বিষয়ে বিস্তারিত জানিয়ে সাংবাদিকদের ব্রিফিং করবেন।’

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যারা আক্রান্ত হয়েছেন তারা চিকিৎসা নিচ্ছেন। আমরা তাদের খোঁজখবর নিচ্ছি। এখনও পূর্ণাঙ্গ তথ্য আমাদের কাছে এসে পৌঁছায়নি। দু-একদিনের মধ্যে আমরা (এ বিষয়ে বিস্তারিত) বলতে পারব।’

এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান জানান, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এবং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিহা খাতুন, বিএনপির ভাইস-চেয়ারম্যান রাজ্জাক খান ও তার স্ত্রী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কাউন্সিলর মাসকুদুল আলম খন্দকার খোরশেদ ও স্ত্রী আফরুজা খানম লুনা, অ্যাডভোকেট খন্দকার তৈমুর আলমের মেয়ে মরিয়ম খন্দকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসানের স্ত্রী রিনা আহসান।

উল্লেখ্য, গত ৩ মে ভিডিও কনফারেন্সে বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠকে ড. খন্দকার মোশাররফ হোসেনকে উপদেষ্টা ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে আহ্বায়ক করে ১৩ সদস্যের জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেল গঠন করা হয়। পরবর্তীতে বিভাগীয় সাংগঠনিক নেতাদের দিয়ে বিভাগীয় সেল গঠন করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password