বাংলাদেশ শ্রীলংকা টেস্টে করোনার হানা স্টেডিয়ামেরই এক মাঠকর্মী করোনা পজিটিভ

বাংলাদেশ শ্রীলংকা টেস্টে করোনার হানা স্টেডিয়ামেরই এক মাঠকর্মী করোনা পজিটিভ

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচে হানা দিয়েছে করোনাভাইরাস। স্টেডিয়ামেরই এক মাঠকর্মী করোনা পজিটিভ হয়েছেন। তার সংস্পর্শে  আসা ৯ জনকে এরইমধ্যে আইসোলেশনে রাখা হয়েছে। শুক্রবার ওই মাঠকর্মীর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে বলে নিশ্চিত করেছেন শ্রীলংকা ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার প্রাসান্না রদ্রিগো।

এ বিষয়ে রদ্রিগো বলেন, মাঠে ঢোকার আগে আমাদের নিয়মিত পরীক্ষার সময় একজন অস্থায়ী কর্মী করোনা পজেটিভ হয়েছেন। যখন সে পজেটিভ আসে, তার সংস্পর্শে আসা আরো ৯ জনকে আমরা সঙ্গে সঙ্গে আইসোলেশনে পাঠিয়েছি। স্বস্তির খবর, আক্রান্ত কর্মী ও তার সংস্পর্শে আসা কর্মীদের সঙ্গে বাংলাদেশ ও শ্রীলংকার কোনো ক্রিকেটার সংস্পর্শ হননি। প্রথম টেস্ট শেষে দ্বিতীয় টেস্টও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ক্যান্ডির নয়নাভিরাম এই মাঠে ম্যাচটি শুরু হবে আগামী ২৯ এপ্রিল।

মন্তব্যসমূহ (০)


Lost Password