ককটেল বিস্ফোরণ, কাদের মির্জা গ্রুপকে দুষছেন ইউপি চেয়ারম্যান

ককটেল বিস্ফোরণ, কাদের মির্জা গ্রুপকে দুষছেন ইউপি চেয়ারম্যান

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১ মার্চ) সন্ধ্যায় মুছাপুর বাংলাবাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কাদের মির্জার সহযোগী আমেরিকা প্রবাসী আইয়ুব আলীকে দায়ী করেছেন ৭নং মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

চেয়ারম্যান শাহীন চৌধুরী বলেন, সন্ধ্যা ৭টার দিকে তার অফিস কক্ষে বসে নেতাকর্মীরা খোশগল্প করার সময় কে বা কারা বাহির থেকে পর পর কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এতে কেউ হতাহত না হলেও পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী আমেরিকা প্রবাসী আইয়ুব আলীকে দায়ী করেছেন চেয়ারম্যান শাহীন চৌধুরী। আগামী নির্বাচনে আইয়ুব আলীকে ওই ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছেন কাদের মির্জা।

তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন আইয়ুব আলী। তিনি বলেন, শাহীন চৌধুরীর লোকজন নিজেরাই ককটেল মেরে মিথ্যা অভিযোগ করছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি ককটেল বিস্ফোরণের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, একজন অফিসারের নেতৃত্বে সেখানে পুলিশ পাঠানো হয়েছে

মন্তব্যসমূহ (০)


Lost Password