সাউথ চায়না সী - তে বড় আকারের সামরিক মহড়া শুরু করেছে চীন

সাউথ চায়না সী - তে বড় আকারের সামরিক মহড়া শুরু করেছে চীন

এক্সারসাইজে অংশ নিয়েছে তাদের Shandong এয়ারক্রাফট ক্যারিয়ার, Type 055 ডেস্ট্রয়ার, Type 052D ডেস্ট্রয়ার, Type 053 সহ বিভিন্ন ফ্রিগেট এবং ফাইটার এয়ারক্রাফট। গতবছর এই ধরণের এক্সারসাইজে ব্যালাস্টিক মিসাইল ফায়ারিংও করেছিল চীন। এবারেও স্যাটেলাইট ইমেজিং বিশ্লেষণ করে বুঝা যায় তারা ব্যালাস্টিক মিসাইল ফায়ার করতে যাচ্ছে, যা পর্যবেক্ষণে Rc 135s cobra মিসাইল ডিটেকশন এয়ারক্রাফট মোতায়েন করেছে।

পাশাপাশি তারা ২টি স্হানে A notice to airmen (NOTAM) ইস্যু করেছে যার মাধ্যমে উচ্চ ঝুঁকির কারণে সবধরণের এয়ারক্রাফটকে ওই অঞল এড়িয়ে চলতে বলা হয়েছে। পাশাপাশি এক্সারসাইজ এরিয়ায় নো ফ্লাই জোন এবং নো সেইল জোন ঘোষণা করা হয়েছে।

সাউথ চায়না সী বর্তমানে পরাশক্তি এবং আঞ্চলিক শক্তি গুলোর শক্তি প্রদর্শনের কেন্দ্রস্হলে পরিণত হয়েছে। বিশেষ করে ইউএস এবং তার মিত্ররা চীনের প্রতি পূর্ণ মনযোগ দিতে ইতোমধ্যে আফগানিস্তান এবং ইরাক থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে। ব্রিটিশ ক্যারিয়ার গ্রুপ এবং ইউএস ক্যারিয়ার গ্রুপ গুলো এই অঞলে তার এলায় দেশগুলোর সাথে নিয়মিতভাবেই বিভিন্ন মহড়া চালিয়ে যাচ্ছে। এর সাথে সম্প্রতী যোগ দিয়েছে জার্মান এবং ইন্ডিয়া। জার্মান প্রথমবারের মত প্যাসিফিক অঞলে টহলের জন্যে একটি ফ্রিগেট পাঠিয়েছে।

অন্যদিকে ইন্ডিয়ান নেভীও তাদের ৪টি যুদ্ধ জাহাজ পাঠাবে ক্রমান্বয়ে। যার মধ্যে থাকবে দুটি ডেস্ট্রয়ার একটি ফ্রিগেট, এবং বাকি জাহাজটি সম্পর্কে জানা যায়নি। এর প্রতিত্তোরে চীন চলতি আগস্ট থেকে নতুন একটি নেভাল টাস্ক গ্রুপ মোতায়েন করতে যাচ্ছে। চারটি ফ্রন্টলাইনার যুদ্ধ জাহাজের সমন্বয়ে গঠিত এই নেভাল টাস্ক গ্রুপটি আগামী দুইমাস যাবৎ সাউথ চায়না সী, ওয়েস্টার্ন প্যাসিফিক, সাউথইস্ট এশিয়াতে মোতায়েন থাকবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password