টোকিও অলিম্পিকে ভাই বোনের স্বর্ন জয়

টোকিও অলিম্পিকে ভাই বোনের স্বর্ন জয়
MostPlay

টোকিও অলিম্পিকে একই দিনে স্বর্ন জিতলেন জাপানের দুই ভাই বোন। প্রথমে জুডোয় সোনার পদকে চুমু আঁকলেন বোন উতা আবে। ঘণ্টা খানেক পর সোনার পদক জিতলেন ভাই আবে হিফুমি। অলিম্পিকের ইতিহাসে চিরদিনের জন্য প্রথমও হয়ে গেলেন জাপানের এই দুই সহোদর।

মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন ২১ বছর বয়সী উতা। এক ঘণ্টা পরেই আবে পরিবারের দ্বিতীয় অলিম্পিক সোনা চলে এসেছে। ছেলেদের ৬৬ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন উতার ভাই হিফুমি।

তিন বছর আগেই এমন কিছুর স্বাদ দিয়েছিলেন দুজন। বিশ্বে চ্যাম্পিয়নশিপে একই দিনে জুডোর দুটি ইভেন্টে সোনা জিতেছিলেন উতা আবে ও হিফুমি আবে। ১৮ বছর ২ মাস বয়সে সোনা জিতে দ্বিতীয় সর্বকনিষ্ঠ জাপানিজ নারী হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন উতা। বাকুতে এর ঘণ্টাখানেক পরেই সোনা জিতেছিলেন তাঁর ভাই হিফুমি। জুডো থেকে এ পর্যন্ত ৩টি সোনা জিতেছে স্বাগতিক জাপান। উতা ও হিফুমির আগে ছেলেদের ৬০ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছেন তাকাতো নাওহিসা।

মন্তব্যসমূহ (০)


Lost Password