ইট-বালি-পাথর তার প্রিয় খাবার

ইট-বালি-পাথর তার প্রিয় খাবার

পৃথিবীতে অবাক করা কিংবা আর্শ্চায্যজনক এমন অনেক কিছুই ঘটে তবে তা কিছুটা হলেও বিশ্বাসের যোগ্যতা রাখে। তবে এবার ইন্ডিয়ার উত্তরপ্রদেশের বাসিন্দা হানস রাজ এমন এক ঘটনার জন্ম দিয়েছেন তাতে শুধু ভারতই না সারা বিশ্বকে সে অবাক করেছে। আচ্ছা কেউ যদি আপনাকে প্রশ্ন করে আপনার প্রিয় খাবার কী, তাহলে কী উত্তর দেবেন? চাইনিজ কোনও পদ? অথবা বাঙালির প্রিয় মাছের পদ? অথবা বলতে পারেন কোন প্রাণীর মাংস। অনেকের তো পনির আবার প্রিয় খাবার। কারও মতে, বার্গার কিংবা চিকেন নাগেটস।

আবার কারো চিকেন, মটন, পনির, বিভিন্ন ধরনের মাছ, পোলাও, বিরিয়ানি, বিভিন্ন ফাস্টফুড থেকে মিষ্টি, পায়েস কত কী রয়েছে। এমন খুঁজলে অনেক পদেরই নাম বের হবে। খুঁজতে বসলে তা আর শেষ হবে না। কিন্তু জানেন কী এমন একজন মানুষ আছেন যার প্রিয় খাদ্য বালি, ইট ও পাথর। অবিশ্বাস্য মনে হলেও এই ঘটনা সত্যি। প্রতিবেশী দেশ ভারতে এমনই এক ব্যক্তি থাকেন, যার খবর প্রকাশ্যে আসতেই অবাক হয়েছেন সবাই। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা হানস রাজ। বয়স প্রার অর্ধশতের কোটায়। তিনি ওই রাজ্যে একজন খ্যাতনামা ব্যক্তিতে পরিনত হয়েছেন। তার খ্যাতি তার কোনও কর্মকাণ্ড বা গুনের জন্য নয়। বরং, তার খাদ্যাভ্যাস এই খ্যাতি দিয়েছে। হানস রাজ ভাত, ডাল, রুটি কিংবা মাছ-মাংস-ডিম কিছুই খান না।

খান শুধু বালি, পাথর, ইট। তিনি এলাকায় স্যান্ড ম্যান হিসেবে খ্যাত। ২০ বছর বয়স থেকে তিনি এই খাবার খেয়ে চলেছেন। শুধু খাচ্ছেনই না, শারীরিক ভাবেও সুস্থ আছেন হানস রাজ। দেশটির এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্যান্ড ম্যান বলেন, ‘এখন ইট, বালি ও পাথর খাওয়া আমার জন্য খুবই স্বাভাবিক বিষয়। এগুলো খেলে আমি শরীরে শক্তি পাই। এমনকি, আমার পেটে বা দাঁতেও কোনও সমস্যা হয় না। আমার দাঁতগুলো এখনও সুস্থ আছে।

অথচ প্রতিদিনই আমি শক্ত খাবার চিবিয়ে খাই।’ জানা গেছে, হানস রাজ বিরল পিকা রোগে ভুগছেন। এটি মানসিক রোগ। তবে, চিকিৎসা বিদ্যা মতে, এই রোগে ভুগলে অখাদ্যকে খাবার বলে খাওয়া সম্ভব। আর সে কারণেই তিনি দিনের পর দিন ইট, বালি, পাথর খেয়ে চলেছেন। সূত্র: কলকাতা ২৪

মন্তব্যসমূহ (০)


Lost Password