মঙ্গলবার বিএনপির বাজেট ভাবনা

মঙ্গলবার বিএনপির বাজেট ভাবনা

বাজেট নিয়ে দলীয় ভাবনা তুলে ধরবে বিএনপি। মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্তরার বাসা থেকে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ বাজেট ভাবনা তুলে ধরবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, ২০২০-২০২১ অর্থবছরের বাজেট নিয়ে দলীয় ভাবনা ইতোমধ্যে স্থায়ী কমিটি অনুমোদন করেছে। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে একত্রিত হয়ে স্থায়ী কমিটির বৈঠক না হলেও ভার্চ্যুয়ালি প্রায়ই স্থায়ী কমিটির সদস্যরা নিজেদের মধ্যে বৈঠক করে থাকেন। এরই ধারাবাহিকতায় বাজেট নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা ও টেকনিক্যাল কমিটির মাধ্যমে ইতোমধ্যেই একটি বাজেট ভাবনা তৈরি করেছে বিএনপি।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরুমাহমুদ চৌধুরী বিডিটাইপকে বলেন, ‘এবারের বাজেট নরমাল বাজেটের মতো হবে না। এবার করোনা ভাইরাস পরিস্থিতির কারণে একটু অন্য রকম বাজেট হবে। আমরা বিএনপির পক্ষ থেকে সেভাবে করেই একটি বাজেট ভাবনা তুলে ধরবো। মঙ্গলবার এটি দলের পক্ষ থেকে তুলে ধরা হবে।’

তিনি বলেন, ‘আমরা স্বাস্থ্য, শিক্ষা ও কৃষির দিকে বেশি নজর দেওয়ার জন্য পরামর্শ দেবো। তাছাড়া, করোনা ভাইরাসের বিষয়টি অগ্রাধিকার দেওয়া উচিত হবে।’দলীয় সূত্র জানায়, আসন্ন প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেট ঋণ নির্ভর হবে। একইসঙ্গে স্বাস্থ্য, শিক্ষা, কৃষিখাতকে প্রাধান্য দিয়ে বাজেট প্রণয়নের পরামর্শ থাকলেও সুসমন্বিত কর্মকাঠামোও ঠিক করে দেওয়ার প্রস্তাবও থাকবে বিএনপির বাজেট ভাবনায়।

আমির খসরু বলেন, ‘করোনা ভাইরাসের প্রকোপ শুরুর পর দলের পক্ষ থেকে যে অর্থনৈতিক প্যাকেজ প্রস্তাবনা দেওয়া হয়েছিল, তা সামনে রেখেই এটি করা হয়েছে।’তিনি বলেন, ‘আমরা করোনা ভাইরাস সংক্রমণের শুরুতেই একটি আর্থিক প্যাকেজ প্রস্তাব করেছিলাম। এর পরিপ্রেক্ষিতেই বাজেটে কী থাকা উচিত, কী থাকবে, সমস্যাগুলো কোথায়, সেগুলো সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে।’

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিডিটাইপকে বলেন, ‘মঙ্গলবার বেলা ১১টায় দলীয় মহাসচিব নিজ বাসা থেকে জুমের মাধ্যমে সংবাদ সম্মেলনে বাজেট ভাবনা তুলে ধরবেন। সংবাদ সম্মেলনটি বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হবে। এসময় দলীয় সিনিয়র কোনো নেতা মহাসচিবের সঙ্গে থাকবেন না। তবে টেকনিক্যার সাপোর্ট দেওয়ার জন্য দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ অন্যরা থাকবেন।’

প্রতি বছর বাজেটের আগে বড় ধরনের সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি তাদের বাজেট ভাবনা তুলে ধরতো। এবারের প্রেক্ষাপট ভিন্ন হওয়ায় সে ধরনের কোনো আনুষ্ঠানিকতা নেই।বিএনপিতো এবার সংসদে আছে তাহলে বাইরে কেন বাজেট ভাবনা, এমন প্রশ্নের জবাবে বিএনপির এক নেতা বলেন, ‘সংসদে যারা আছেন তারাও সংসদে বাজেট নিয়ে আলোচনা করবেন। বাজেট সম্পর্কে দলীয় প্রস্তাবনা সেখানেও তুলে ধরবেন বিএনপির সংসদ সদস্যরা।’

মন্তব্যসমূহ (০)


Lost Password