আগামী মহামারীর জন্য তৈরি থাকুন, সতর্কবার্তা হু প্রধানের

আগামী মহামারীর জন্য তৈরি থাকুন, সতর্কবার্তা হু প্রধানের
MostPlay

করোনা বিশ্বের শেষ মহামারী নয়। আগামীদিনে আসবে আরও অনেক মহামারীই। কিন্তু, তখন যাতে করোনা সংক্রমণকালের মতো পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য জনস্বাস্থ্যের পরিকাঠামো প্রস্তুত রাখা প্রয়োজন। আর তাই বিশ্বকে আগামী মহামারীর প্রস্তুতি সেরে রাখার আবেদন জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম ঘেব্রেইসুস। সোমবার এক সাংবাদিক বৈঠকে হু প্রধান বলেন, ‘‌এটাই শেষ মহামারী নয়। ইতিহাস আমাদের শিখিয়েছে, মড়ক এবং মহামারী জীবনের অংশ। কিন্তু, যখন পরের মহামারীটা আসবে, তখন বিশ্বকে প্রস্তুত থাকতে হবে। বর্তমান সময়ে যতটা প্রস্তুত, তার থেকেও বেশি।’‌ 

ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনের রিভিউ কমিটি মঙ্গলবার থেকে বৈঠকে বসেছে। আন্তর্জাতিক স্বাস্থ্য নিয়মবিধি বর্তমান মহামারী পরিস্থিতিতে ঠিকমতো মানা হয়েছে কিনা, তাই খতিয়ে দেখার কথা এই কমিটির। প্রয়োজনে আইনি পরিকাঠামোর কিছু বদলেরও ঘোষণা করবে এই কমিটি। সেই বৈঠকেরই প্রাক্কালে সোমবার এই সাংবাদিক বৈঠক করেন হু প্রধান। পাকিস্তানের মতো দেশ কীভাবে পোলিও দূরীকরণের জন্য তৈরি হওয়া জনস্বাস্থ্যের পরিকাঠামো কোভিড–১৯ মহামারী মোকাবিলার পরিস্থিতিতে ব্যবহার করেছে, তার উদাহরণ তুলে ধরেন তিনি। পাশাপাশি জনস্বাস্থ্যের পরিকাঠামোর উন্নতিতে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেলের ৪ বিলিয়ন ইউরো খরচ ঘোষণার ভূয়সী প্রশংসাও করেন ঘেব্রেইসুস। বলেন, ‘‌আমি সব দেশকে আহ্বান জানাব, জার্মানির পথ অনুসরণ করে জনস্বাস্থ্য, বিশেষত প্রাথমিক স্বাস্থ্য পরিকাঠামোয় বেশি লগ্নির জন্য।’‌ 

মন্তব্যসমূহ (০)


Lost Password