লা লিগার প্রথম ম্যাচে জয় পেল মেসি বিহীন বার্সেলোনা

লা লিগার প্রথম ম্যাচে জয় পেল মেসি বিহীন বার্সেলোনা

আজকে বার্সেলোনা সমর্থক অপেক্ষায় ছিল মেসিকে ছাড়া কেমন করে বার্সেলোনা৷ যদিও মেসি বার্সা ছেড়ে যাবার পর মাঠে নেমেছিল বার্সেলোনা৷ কিন্ত প্রতিযোগিতা মুলক ম্যাচে আজই প্রথম মাঠে নেমেছিল বার্সেলোনা। সমর্থকদের হতাশা করেনি বার্সা। লা লিগায় রোববার নিজেদের প্রথম ম্যাচে ৪-২ গোলে জিতেছে কাতালান ক্লাবটি। তাদের জোড়া গোল করেন মার্টিন ব্রাথওয়েট, একটি করে করেন জেরার্দ পিকে ও সের্হি রবের্তো।

মেসি-যুগ উত্তর শুরুর ম্যাচে বার্সেলোনা এগিয়ে যেতে পারত ৩০ সেকেন্ডেই। হয়তো মেসি ছাড়া বার্সেলোনা একদম শুরু থেকেই কোনো একটা চমক দেখাতে চেয়েছিল। সেই পরিকল্পনা থেকেই হয়তো ম্যাচ শুরুর বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই প্রথম আক্রমণ করে তারা। সেই আক্রমণের সার্থক রূপ দিতে পারেননি ব্র্যাথওয়েট। তাঁর নেওয়া শট চলে যায় বাইরে দিয়ে। তবে ম্যাচের ১৯ মিনিটে ভুল করেননি পিকে। বক্সের বেশ খানিকটা বাইরে ফ্রি-কিক পায় বার্সা। কিকটি নেন এ মৌসুমেই ন্যু ক্যাম্পে নাম লেখানো ডাচ ফরোয়ার্ড মেম্ফিস। ডানপ্রান্ত থেকে তাঁর নেওয়া ফ্রি-কিকে দুর্দান্ত এক হেডে বার্সাকে এগিয়ে দেওয়া গোলটি করেন পিকে। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যাবিধান দ্বিগুন করেন ব্রাথওয়েট৷ ডান দিক থেকে ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রস ফাঁকায় পেয়ে কোনাকুনি হেডে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাথওয়েট।

বিরতি থেকে ফিরে আবারও বার্সেলোনাকে এগিয়ে নেন ব্রাথওয়েট৷ ৫৯ মিনিটের সময় জডি আলবার শট সোসিয়াদের গোলকিপার রুখে দিলেও ফিরতি বল থেকে গোল করতে ভুল করেননি ব্রাথওয়েট৷ সহজ জয়ের পথেই এগিয়ে যাচ্ছিল বার্সেলোনা। ৮২তম মিনিটে হুলেন লোবেতো একটি গোল শোধ করলেও তেমন কোনো ভাবনার কারণ ছিল না। কিন্তু খানিক পরই মিকেল ওইয়ারসাবাল দুর্দান্ত ফ্রি কিকে স্কোরলাইন ৩-২ করলে উত্তেজনা ফেরে।

সোসিয়েদাদের ড্রয়ের স্বপ্ন যোগ করা সময়ের প্রথম মিনিটে শেষ করে দেন রবার্তো। জোড়া গোল করা ব্র্যাথওয়েটের পাস থেকে বার্সেলোনার হয়ে চার নম্বরটি গোলটি করেন। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় দিয়ে নতুন দিনের রঙিন শুরু করলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

মন্তব্যসমূহ (০)


Lost Password