আইসিসি টি-২০ ব্যাটসম্যান তালিকা দ্বিতীয় স্থানে উঠে এলেন বাবর

আইসিসি টি-২০ ব্যাটসম্যান তালিকা দ্বিতীয় স্থানে উঠে এলেন বাবর

আইসিসি টি-২০ ব্যাটসম্যান তালিকা দ্বিতীয় স্থানে উঠে এলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচের টি-২০ সিরিজে ২১০ রান করেন বাবর। এরমধ্যে তৃতীয় টি-২০তে ৫৯ বলে ১২২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি।

সিরিজে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ৪৭ রেটিং অর্জন করে আইসিসি র‍্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠে আসেন বাবর। এতে তৃতীয়স্থানে নেমে যান অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৮৩০ রেটিং রয়েছে ফিঞ্চের। ৮৪৪ রেটিং বাবরের। ৮৯২ রেটিং নিয়ে শীর্ষে ইংল্যান্ডের ডেভিড মালান। টি-২০ সিরিজে খেলতে নামার আগে আইসিসি ওয়ানডে ব্যাটসম্যান র‍্যাংকিংয়ের শীর্ষে ওঠেন বাবর। ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে সরিয়ে শীর্ষ স্থান দখল করেন তিনি।

এবার টি-২০ সিরিজের শীর্ষে ওঠার সম্ভাবনা রয়েছে তার। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজের পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে টি-২০ সিরিজের শীর্ষ স্থান দখলে নিবেন বাবর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ দুই টি-২০তে ৮ ও ৬০ রান করেন পাকিস্তানের ফখর জামান। এতে ১৭ ধাপ এগিয়ে ৩৩তম স্থানে জায়গা করে নেন তিনি। আট ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা র্যাংকিং ১৫তম স্থানে উঠেছেন মোহাম্মদ রিজওয়ান।

মন্তব্যসমূহ (০)


Lost Password