৪র্থ দিন শেষে শ্রীলঙ্কা দল থেকে ১০৭ রান পিছিয়ে বাংলাদেশ দল

৪র্থ দিন শেষে শ্রীলঙ্কা দল থেকে ১০৭ রান পিছিয়ে বাংলাদেশ  দল
MostPlay

৫ উইকেটে ২৮২ রান দিয়ে শুরু করা ৪র্থ দিনের প্রথম সেশনে কোনো উইকেট হারায়নি শ্রীলঙ্কা।

দ্বিতীয় সেশনেও কোনো উইকেট হারায়নি। দিনের শেষ সেশনে এসে উইকেট পান বাংলাদেশ দলের বোলার এবাদত হোসাইন। ভাঙ্গে দিনেশ চান্দিমাল এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসের ১৯৯ রানের জুটি। এরপর বেশীখন টিকে থাকতে পারেনি শ্রীলঙ্কা দল। ১০ উইকেটের বিনিময়ে শ্রীলঙ্কা সংগ্রহ করে ৫০৬ রান। এরপর বাংলাদেশ দল খেলতে নেমে সংগ্রহ করে ৪ উইকেটের বিনিময়ে ৩৪ রান। শেষ হয় ৪র্থ দিনের খেলা।

টেস্টের শেষ দিনে জয়ের জন্য মুখিয়ে আছে দুই দল। হোমঅফ ক্রিকেটে বাংলাদেশ টিম শেষ ইনিংসে যদি ভালো পারফরম্যান্স করতে পারে তাহলে ঢাকা টেস্ট ও চট্টগ্রাম টেস্টের মতো ড্র হওয়ার সম্ভাবনা বেশি। 

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ ১ম ইনিংস : ৩৬৫/১০

শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৫০৬/১০

সাকিব আল হাসান ৯৬/৫

বাংলাদেশ ২য় ইনিংস : ৩৪/৪

মন্তব্যসমূহ (০)


Lost Password