মৃত্যুপুরী রামেক'এ ফের করোনায় ১৩ জনের মৃত্যু

মৃত্যুপুরী রামেক'এ ফের করোনায় ১৩ জনের মৃত্যু

মৃত্যুপুরী রাজশাহী মেডিকেলে দিন দিন বেড়েই চলছে করোনা নিয়ে মৃতের সংখ্যা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩ জন।

এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, রাজশাহীর ৩ জন, নাটোরের ৩ জন ও নওগাঁর ১ জন মারা গিয়েছেন। সোমবার (২১ জুন) এ তথ্য নিশ্চিত করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৪৭৭ জনের আর করোনা শনাক্ত হয়েছে ২০৬ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৩.১৮%।

এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পরেও উপচে পড়ছে রোগীর সংখ্যা। এখানে করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৩০৯টি। এরমধ্যে রোগী ভর্তি রয়েছে ৪০২ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬২ জন। হিমসিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে করোনার অবস্থা বেগতিক দেখে জেলাপ্রশাসক লকডাউন দিলে সাধারণ মানুষের মানার কোন বালাই নেই। রাজশাহীর অনেক এলাকা ঘুরে দেখা গেছে নানা কারণে অকারণে বাহিরে ঘুরে বেড়াচ্ছে মানুষ।

মন্তব্যসমূহ (০)


Lost Password