মেসির নৈপুণ্যে বলিভিয়াকে হারাল আর্জেন্টিনা

মেসির নৈপুণ্যে বলিভিয়াকে হারাল আর্জেন্টিনা

আর্জেন্টিনার হয়ে গত ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে নিজের সেরাটা দিতে পারেননি মেসি। এর কয়েকদিন আগে পিএসজির হয়ে অভিষেক ম্যাচেও আটকে ছিলেন নিজের ছায়ার মধ্যে। অনেকেই বলছিলেন মেসি কিছুটা ক্লান্ত ছন্দে ফিরতে কিছুটা সময় প্রয়োজন। অনেকে আবার তার বয়সের দিকে আঙুল তুলছিলেন। জবাবটা দিতে বেশি সময় নিলেন না মেসি। বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেই সবকথার উত্তর যেন দিয়ে দিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। দীর্ঘ ১৮ মাস পর দর্শক ফিরেছে আর্জেন্টিনার মাঠে। সেই দর্শকদের উন্মাতাল করে দিয়ে মেসির হ্যাটট্রিকে দক্ষিন আফ্রিকার বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

সকালে ঘরের মাঠে ম্যাচের ১৪ মিনিটেই গোলের দেখা পান মেসি। এ সময় ডি বক্সের বাইরে থেকে তার নেওয়া বাম পায়ের জোরালো শট সবাইকে ফাঁকি দিয়ে জালে আশ্রয় নেয়। প্রথমার্ধে এই একটি গোলই হয়। দ্বিতীয়ার্ধে এসে আরও জমজমাট আক্রমণ করে আর্জেন্টিনা ৬৪তম মিনিটে লাওতারো মার্তিনেসের সঙ্গে বল দেওয়া নেওয়া করে দ্বিতীয় গোলে পেলেকে ছাড়িযে যান মেসি। মেসি মাঠে নামার আগে ৭৭ গোল নিয়ে লাতিন আমেরিকান ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ স্কোরার ছিলেন পেলে। জাতীয় দলের হয়ে আর্জেন্টিনা অধিনায়কের গোল হলো ৭৮টি।

আজ সকালে এখানেই শেষ করেননি ফুটবল জাদুকর। ম্যাচের একদম শেষদিকে এসে নিজের তৃতীয় গোল পেয়ে যান মেসি। দূরপাল্লার এক শট আটকে দিয়েছিলেন বলিভিয়ার গোলকিপার, কিন্তু বল নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি। সামনে চলে আসা বলে আবারও শট মেরে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। জাতীয় দলের হয়ে মেসির এটি সপ্তম হ্যাটট্রিক। সবমিলিয়ে জাতীয় দলের হয়ে এখন মেসির গোলসংখ্যা ৭৯টি।

এই জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে আর্জেন্টিনা। ৭ ম্যাচের ৪টি জয় ও ৩টি ড্রয়ে ১৫ পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে। আট ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বের লিগ তালিকায় প্রথম স্থান ধরে রেখেছে ব্রাজিল।

মন্তব্যসমূহ (০)


Lost Password