রাজপথে বাধা পেলে বিকল্প পথ: গয়েশ্বর

রাজপথে বাধা পেলে বিকল্প পথ: গয়েশ্বর

রাজপথে আন্দোলনে বাধা দিলে বিএনপি কর্মীরা ‘বিকল্প পথ খুঁজবে’ বলে হুমকি দিয়েছেন দলটির নেতা গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “আন্দোলন-সংগ্রামের অনেক পথ আছে। উন্মুক্ত রাজপথে বাধা দিলে বিকল্প পথ খুঁজতে কর্মীরা বাধ্য হবে। সেই বিকল্প পথে যদি কর্মীরা যায়, দেশটার কী অবস্থা হবে এটা সকলকে ভাবতে হবে।”

গয়েশ্বর বলেন, ‘অস্ত্র বা পোশাকের ভয় দেখিয়ে’ বিএনপি কর্মীদের আন্দোলন থেকে দূরে সরানো যাবে না।

তিনি বলেন, ‘গণতন্ত্র ফিরে আসলে প্রশাসনে যারা চাকরি করবেন, তারা গর্বিত প্রশাসক হিসেবে জনগণের সামনে হাজির হবেন। গণতন্ত্রবিহীন রাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচানোর জন্য রাষ্ট্রীয় প্রশাসন, পুলিশ প্রশাসন জনগণের সেবা করা বাদ দিয়ে যদি লাঠিচার্জ করেন, তাহলে জনগণ লাঠি কেড়ে নিতে বাধ্য হবে। জনগণের দেশ জনগণ ডিসাইড করবে, জনগণের গণতন্ত্র জনগণ ফিরিয়ে আনবে। এখানে কোনো মন্ত্র-তন্ত্র কাজে লাগবে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘আগামীকাল ৭ মার্চ, এদিনে তারেক রহমানের গ্রেফতারের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদী শক্তি নির্মূলের যে সূচনা হয়েছে তা সারাদেশ দেখেছে। বাংলাদেশের লেখক, বুদ্ধিজীবীরা গ্রেফতার হন, বিনা বিচারে জেল থেকে লাশ হয়ে বের হন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মুসতাকের মৃত্যু নাকি স্বাভাবিক।’

তিনি বলেন, ‘শুধু শেখ হাসিনার কথায় লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক খুন হন না। শেখ হাসিনাকে যারা লালনপালন করেন, বাংলাদেশকে যারা শোষণ করেন তাদের ইচ্ছায়-অনিচ্ছার উপর বাংলাদেশের অনেকের ভবিষ্যৎ। বাংলাদেশ বাংলাদেশের জায়গায় নাই, বাংলাদেশ দিল্লির শৃঙ্খলে আবদ্ধ। সবাই মিলে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এই স্বাধীনতা ভোগ করতে চাইলে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে, সকল শ্রেণীপেশার মানুষ এক কাতারে সামিল হতে হবে। যেকোনো বাঁধাকে অতিক্রম করে তাদের পাকিস্তানিদের মতো পরাজিত করে যার যার ঘরে পাঠিয়ে দিতে হবে।’

মন্তব্যসমূহ (০)


Lost Password