আলফা ও ডেল্টা দুই ভ্যারিয়েন্টেই সমান কার্যকরী ভারতের কোভ্যাক্সিন।

আলফা ও ডেল্টা দুই ভ্যারিয়েন্টেই সমান কার্যকরী ভারতের কোভ্যাক্সিন।
MostPlay

যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য সংস্থার বরাতে জানা গেছে, ভারত বায়োটেকের তৈরি করোনার কোভ্যাক্সিন ভ্যাকসিনটি শক্তিশালী আলফা ও ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে সমানভাবে কার্যকরী ভূমিকা পালন করছে।

এই টিকাটি নিলে কোভিডের নতুন অন্য কোনো শক্তিশালী ভ্যারিয়েন্ট থেকেও সুরক্ষিত থাকা সম্ভব বলে ধারনা করা যাচ্ছে। ভারতে নিজস্ব দেশীয় প্রযুক্তিতে তৈরি ভ্যাকসিনটির তৃতীয় ট্রায়ালের পর ফলাফল পাওয়া যায় যে, উপসর্গযুক্ত করোনা রোগীদের ক্ষেত্রে এটি ৭৮ শতাংশ এবং মুমূর্ষু রোগীদের ক্ষেত্রে ১০০ শতাংশ কার্যকরী এই কোভ্যাক্সিন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেল্থ ইনস্টিটিউশন নিশ্চিত করেছে যে, এই ভ্যাকসিন নেওয়ার পর শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়, তা সহজেই বি.১.১.৭(আলফা) এবং বি.১.৬১৭(ডেল্টা) ভ্যারিয়েন্টকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়।

এই খবরে স্বস্তি প্রকাশ করেছে সেই দেশের জনগন। তথ্য মতে এখন পর্যন্ত মোট দুই কোটিরও বেশি মানুষ এই ভ্যাকসিন নিয়েছেন। বিশেষজ্ঞদের মতামত যে, সে দেশের মানুষদের গনহারে কোভ্যাক্সিন দেওয়া গেলে মহামারিতে অবস্থার উন্নতি হবে দ্রুতই।

মন্তব্যসমূহ (০)


Lost Password