বিএনপির সমাবেশ আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ

বিএনপির সমাবেশ আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ

দেশব্যাপী নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং ‘ভোট চুরি’ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ মঙ্গলবার। এই সমাবেশ আয়োজনে পদে পদে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সোমবার দুপুরে নগরীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

দুলু বলেন, 'মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপিকে কোনো ধরনের মাইকিং করতে এবং ব্যানার, পোস্টার, লিফলেট সাঁটতে দেওয়া হচ্ছে না। আমার এলাকা নাটোরের বিএনপি নেতাকর্মীদের ধরপাকড় শুরু করেছে পুলিশ। তাদেরকে বাড়ি ঘুমাতে দেওয়া হচ্ছে না। পুলিশ আক্রমণমুখী আচরণ শুরু করে দিয়েছে যাতে কেউ সমাবেশে আসতে না পারে।'

এদিকে সব বাধা কাটিয়ে মঙ্গলবার মহাসমাবেশ হবে জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনু বলেন, ‘আগামীকালের মহাসমাবেশ হবেই হবেই হবে। এই রাজশাহীর মাটি আন্দোলনের পবিত্র ভূমি। ভাষা আন্দোলন শুরু হয়েছিল রাজশাহী কলেজ থেকে। ঊনসত্তরের গণঅভ্যুত্থান বেগ পেয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহীদ জোহার শাহাদাতের মধ্য দিয়ে। এই আন্দোলনের পবিত্র ভূমিতে আগামীকালের মহাসমাবেশ অবশ্যই হবে।’

অবশ্য সোমবার দুপুর পর্যন্ত মহাসমাবেশ করার জন্য প্রশাসনের অনুমতি পাওয়া যায়নি বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, সাবেক সাংসদ নাদিম মোস্তফা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


Lost Password