ইংল্যান্ডের পর কোহলিদেরও ভরাডুবি

ইংল্যান্ডের পর কোহলিদেরও ভরাডুবি

সিরিজের তৃতীয় টেস্ট শুরু করে প্রথম ইনিংসে মাত্র ১১২ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড। ব্যাটিংয়ে ভরাডুবি হলেও বোলিংয়ে ঠিকই নিজেদের ঝলক দেখালো সফরকারী দল।

 ভারতকে বেশিদূর এগোতে দেয়নি ইংলিশরা।  জো রুট-জ্যাক লিচদের ঘূর্ণির সামনে ৫৩.২ ওভারে প্রথম ইনিংসে ১৪৫ রানে গুটিয়ে গেছে বিরাট কোহলিরা। ৩ উইকেটে ৯৯ রান নিয়ে দ্বিতীয়দিন শুরু করেছিল ভারত। স্বাগতিকরা এগিয়ে আছে ৩৩ রানে।  

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) আহমেদবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দ্বিতীয়দিন শুরু করে স্কোরবোর্ডে ৪৭ রান জমা করতেই শেষ ৭ উইকেট হারায় টিম ইন্ডিয়া। তার মধ্যে রুট ৬.২ ওভারে ৮ রান খরচে প্রথমবারের মতো টেস্টে নিয়েছেন ৫ উইকেট। ইংলিশ অধিনায়কদের মধ্যে বব উইলিসের (১৯৮৩ সালে) পর এবারই প্রথম এই কীর্তি গড়লেন রুট। এছাড়া লিচ নিয়েছেন ৪ উইকেট।

৪ টেস্ট সিরিজে দু’দল সমতায় আছে ১-১ ব্যবধানে।

মন্তব্যসমূহ (০)


Lost Password