দীর্ঘদিন পর অনুশীলনে ফিরলেন আনসু ফাতি

দীর্ঘদিন পর অনুশীলনে ফিরলেন আনসু ফাতি

গত নভেম্বরে লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ৫-২ গোলে জেতা ম্যাচে বাম হাঁটুতে চোট পেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যান বার্সেলোনার তরুণ তুর্কি আনসু ফাতি। অস্ত্রোপচারের পর প্রাথমিকভাবে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল, চার মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে ফাতিকে। তবে পরিকল্পনা অনুযায়ী চোট নিরাময় না হওয়ায় গত জুনে পোর্তোতে তার হাঁটুতে আরও একটি অস্ত্রোপচার করতে হয়। মাঝমাঠে তাকে ভালই মিস করেছে বার্সেলোনা ও স্পেন।

দীর্ঘদিন পর স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে সুখবর দিলেন ফরোয়ার্ড আনসু ফাতি। গত বছর ইনজুরিতে পড়ার পর মঙ্গলবার (২৪ আগস্ট) প্রথমবার দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। বার্সা মনে করছে ফাতির ম্যাচে ফেরার সম্ভাব্য তারিখ হতে পারে সেপ্টেম্বরের মাঝামাঝি কোনো দিন। তখন আন্তর্জাতিক বিরতি কেবল শেষ হবে, বার্সার খেলোয়াড়রাও ছুটি শেষে ক্লাবে ফিরতে শুরু করবেন। এরপর দলটি প্রথম ম্যাচ খেলবে সেভিয়ার বিপক্ষে। সেই ম্যাচে বার্সা ফাতিকে পাবে বলে আশা করছে।

সম্প্রতি ক্লাব ও লা লিগার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে যোগ দিয়েছেন ফরাসি ক্লাব পিএসজিতে। ক্লাবের সামগ্রিক আর্থিক দূরবস্থায় খেলোয়াড়রা বাধ্য হচ্ছেন বেতন কমাতে। এই কঠিন সময়ে ফাতির প্রত্যাবর্তনটা বার্সেলোনার জন্য স্বস্তিদায়কই।

মন্তব্যসমূহ (০)


Lost Password