এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল আফগানিস্তান

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল আফগানিস্তান

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে জিম্বাবুয়েকে ৪৫ রানে হারিয়েছে আফগানিস্তান। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজটি জিতেছে তারা। আবু ধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। শুরুতেই রহমানুল্লাহ গুরবাজের উইকেট হারায় তারা। এরপর উসমান গনি অ করিম জানাত মিলে দলের হাল ধরেন। দুজনের ১০২ রানের জুটিতে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় আফগানরা। সাজঘরে ফেরার আগে গনি ৪৯ ও করিম ৫৩ রান করেন। 

শেষদিকে মোহাম্মদ নবীর ১৫ বলে ৪০ রানের ঝড়ো ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান করে আফগানিস্তান। জিম্বাবুয়ের হয়ে ২ উইকেট নেন ব্লেসিং মুজরাবানি। এছাড়া গারাভা, তিরিপানো ও রায়ান বার্ল একটি করে উইকেট শিকার করেন। 

রান তাড়া করতে নেমে ৫৬ রানে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় জিম্বাবুয়ে। এ সময় বার্ল ও মুতুম্বামি হাল ধরার চেষ্টা করেন। দুজনে করেন যথাক্রমে ৪০ ও ২৪ রান। শেষ তিন ব্যাটসম্যানের কেউই রানের খাতা খুলতে পারেননি। ফলে ১৪৮ রানে অল আউট হয় জিম্বাবুয়ে। আফগানরা পায় বড় জয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password