আফগানিস্তানের জাওজানে কারাগার দখল করে বন্দীদের মুক্ত করে দিয়েছে তালেবান

আফগানিস্তানের জাওজানে কারাগার দখল করে বন্দীদের মুক্ত করে দিয়েছে তালেবান

শনিবার, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ জাওজানের শেবারগান শহরে তালেবান বিদ্রোহীরা এক আক্রমণ চালানোর পর ওই কারাগারটি থেকে শত শত বন্দী বেরিয়ে আসতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে।

ইতোমধ্যেই তালেবানরা পুরো শহরটিরই নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে শুধুমাত্র একটি সেনাবাহিনীর ঘাঁটি ছাড়া। তবে সেখানেও এখন চলছে যুদ্ধ। গত কিছুদিনে তাদের দখলে চলে যাওয়া দ্বিতীয় শহর এটি।

তালেবানরা বলছে, তারা সে শহরের কারাগারটি দখল করার পর সব বন্দীদের মুক্ত করে দিয়েছে।

সারা আফগানিস্তানের বিভিন্ন অংশে যখন যুদ্ধ চলছে তখন নিরাপত্তা বাহিনীর জন্য এটি আরেকটি বড় আঘাত।

শুক্রবার তালেবানরা নিমরোজ প্রদেশের রাজধানী যারাঞ্জ শহর দখল করে যা তাদের হাতে চলে যাওয়া প্রথম প্রদেশিক রাজধানী ছিল।

এদিকে শেবারগান শহরটি হচ্ছে সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আবদুর রশিদ দোস্তামের একটি শক্ত ঘাঁটি যা এখন তালেবানদের হাতে চলে এসেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password