যশোরে বিদ্যুৎস্পৃষ্টে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু

যশোরের কেশবপুরে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের আড়ুয়া গ্রামে মায়ের হাতের ভাত খেতে খেতে বিদ্যুৎস্পৃষ্টে অন্তু সরদার নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।

হাসপাতাল ও  এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সুফলাকাটি ইউনিয়নের আড়ুয়া গ্রামের লাভলু সরদারের স্ত্রী জরিনা বেগম ছেলে অন্তু সরদারকে দুপুরের খাবার খাওয়াচ্ছিলেন। এসময় মায়ের হাতের খাবার খেতে খেতে ওই শিশু বাড়ির বারান্দার পাশে বিদ্যুতের আর্থিংয়ে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় হাসপাতাল চত্ত্বরে শিশুর স্বজনদের আহাজারিতে অন্যদের চোখও অশ্রুসিক্ত হয়ে পড়ে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।কেশবপুর থানার ওসি বোরহান উদ্দীন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password