চীনে হঠাৎ করে নড়ে উঠলো ৭৬ তলা একটি ভবন (ভিডিও)

চীনে হঠাৎ করে নড়ে উঠলো ৭৬ তলা একটি ভবন (ভিডিও)

হঠাৎ করে নড়ে ওঠায় চীনে ৭৬ তলা একটি ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর শেনজন-এ মঙ্গলার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সময় দুপুর ১টার দিকে নড়ে ওঠে এসিজি ভবন। এতে আতঙ্ক ছড়ায় ওই ভবন ও আশেপাশের বাসিন্দাদের মধ্যে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় হুড়োহুড়ি করে ভবনটি থেকে বেরিয়ে আসছেন আতঙ্কিত মানুষ পথচারীরাও আতঙ্কে নিরাপদ আশ্রয়ের ছুটেন। ৯৮৪ ফুট উঁচু ভবনটি চীনের অন্যতম সুউচ্চ ভবন। ২০০০ সালে নির্মাণ কাজ শেষ হওয়া ভবনটিতে বৃহৎ একটি ইলেকট্রনিক্স মার্কেট অবস্থিত।

কর্তৃপক্ষ বলছে আশেপাশের কোথাও ভূমিকম্প হয়নি এরপরেও কেন ভবনটি নড়ে উঠলো তা খতিয়ে দেখা হচ্ছে। বিকেলে ভবনটিতে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়। অর্থনৈতিক উন্নতির সাথে পাল্লা দিয়ে গত দুই দশকে চীনে বেড়েছে আকাশছোঁয়া ভবনের সংখ্যা।

নির্মাণ ত্রুটির কারণে দেশটিতে ছোটখাটো ভবন ধসের ঘটনা ঘটলেও এত উঁচু ভবনের এমন সমস্যা বিরল। 

মন্তব্যসমূহ (০)


Lost Password