পাকিস্তানের সাথে পরাজয়ের পর যা বললেন বিরাট কোহলি

পাকিস্তানের সাথে পরাজয়ের পর যা বললেন বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের যেকোন ফরম্যাটে এর আগে ১২ বার মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। প্রতিবারই ভারতের কাছে ধরাশায়ী হয়েছে পাকিস্তান। ভারতকে হারের স্বাদ দিতে পারেনি একবারও। ১৩ বারের বেলায় এবার পারল বাবর আজমের পাকিস্তান। বিশ্বকাপে ভারতকে হারের স্বাদ দিয়ে ইতিহাস পাল্টাল দলটি।

চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিপক্ষে ঈর্ষনীয় রেকর্ড থাকার পরেও রবিবারের ম্যাচ ঘিরে খুব সতর্ক ছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচের আগে তিনি জানিয়েছিলেন, ইতিহাস যতই ভারতের পক্ষে যাক, পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারাতে হলে সর্বোচ্চাটাই দিতে হবে। কিন্তু দুবাইয়ের মাঠে সেই সর্বোচ্চা দিতে পারল না তার দল। ব্যাট হাতে কোহলি ফিফটি হাঁকিয়ে নিজের দায়িত্ব ভালোভাবে নেভালেও বাকিরা ছিলেন অনুজ্জ্বল। পাক বোলারদের কাছে অসহায় আত্মসমর্পন করেছেন রোহিত, ঋষভ,সূর্যকুমাররা। এমন লজ্জার হারের জন্য অবশ্য কোহলি শিশিরকে দুষলেন।

বিরাট কোহলি বলেন, ‘আমরা যেভাবে চেয়েছি, সেভাবে প্ল্যানগুলো কাজে লাগাতে পারিনি। তবে কৃতিত্ব হল শিশিরের। তারা (পাকিস্তান) আমাদের ওপর পূর্ণ আধিপত্য বিস্তার করেছে। আমাদেরকে স্রেফ উড়িয়ে দিয়েছে।’ শুরুতেই উইকেট হারানোকে দায়ী করলেন বিরাট। তিনি বলেন, ‘যখন আপনি দ্রুত তিন উইকেট হারাবেন, ওখান থেকে ঘুরে দাঁড়ানো অনেক কঠিন, বিশেষ করে যখন আপনি বুঝবেন শিশির পড়ছে'।

পাকিস্তানের প্রশংসা করেন কোহলি বলেন, ‘তারা ব্যাটিংয়েও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। পাকিস্তানের বোলিং দেখে প্রথমে মনে হচ্ছিল, হিট করে ব্যাটিং করা কঠিন। তাই আপনি যখন জানবেন পরিস্থিতি পাল্টাচ্ছে, তখন ১০ থেকে ২০টি বেশি রান খুব দরকার ছিল। কিন্তু পাকিস্তানের দুর্দান্ত বোলিং আমাদের সেই লক্ষ্য অর্জন করতে দেয়নি। আমরা নিশ্চিতভাবেই এমন দল না যারা প্যানিক বাটনে চাপ দেবো। সবে তো টুর্নামেন্ট শুরু, এখনি সব শেষ নয়'।

মন্তব্যসমূহ (০)


Lost Password