শেষ টুয়েন্টিতে বাংলাদেশ দলে দুই পরিবর্তন

শেষ টুয়েন্টিতে বাংলাদেশ দলে দুই পরিবর্তন
MostPlay

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ব্যার্থতার পর পাকিস্তানের বিপক্ষেও টি-টুয়েন্টি সিরিজে ধরাশয়ী হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের পকেটে পুড়ে নিয়েছে পাকিস্তান। সিরিজ হেরে গেলেও শেষ ম্যাচটা জিততে চায় টাইগাররা। সেই লক্ষে শেষ ম্যাচের জন্য নিজেদের স্কোয়াডে দুইটি পরিবর্তন করেছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ব্যাটার পারভেজ হোসেন ইমন ও পেসার কামরুল ইসলাম রাব্বিকে দলে ডাকা হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ১১টায় এক প্রেস বিজ্ঞাপ্তিতে তাদের অন্তর্ভুক্তের তথ্য নিশ্চিত করে বিসিবি। প্রথম দুই ম্যাচের দল থেকে বাদ দেয়া হয়েছে সাইফ হাসান ও মোস্তাফিজুর রহমানকে।

প্রথম দুই ম্যাচে আশানুরূপ ফলাফল না করতে পারায় অভিষিক্ত সাইফকে দল থেকে বাদ দেয়া হয়েছে। সিরিজের প্রথম ম্যাচে ১ রান ও দ্বিতীয় ম্যাচে ০ রান করে ফেরেন তিনি। অপরদিকে মোস্তাফিজকে তৃতীয় ম্যাচে রাখা হয়নি, কারণ দ্বিতীয় ম্যাচে একজন দর্শক তার কাছে চলে যায়। এতে করে তিনি যে বায়ো বাবলে ছিলেন সেটি শেষ হয়ে গেছে। ফলে তাকে অনিচ্ছাকৃতভাবে বাদ দিতে হয়েছে।

পারভেজ ইমন যদি শেষ ম্যাচে সাইফের বদলে ওপেনার হিসেবে খেলার সুযোগ পান তাহলে তার অভিষেক হবে জাতীয় দলের হয়ে। অপরদিকে মোস্তাফিজের জায়গায় কামরুল ইসলাম রাব্বি খেললে টি-টোয়েন্টিতে অভিষেক হবে তার। এর আগে টাইগারদের হয়ে সাতটি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, শহীদুল ইসলাম, আকবর আলী, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি।

মন্তব্যসমূহ (০)


Lost Password