এক ঘন্টার মধ্যেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

এক ঘন্টার মধ্যেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট
MostPlay

স্পোর্টস ডেস্ক : চলতি মাসের ১৭ অক্টোবর থেকে বিশ্বের সেরা ১৬টি দলকে নিয়ে ওমানে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। ১৭ অক্টোবর থেকে ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ালেও বিশ্বকাপের মুল পর্ব শুরু হবে সংযুক্ত আরব আমিরাতে ২৩ অক্টোবর থেকে। করোনার কারণে দর্শক ছাড়াই অনুষ্ঠীত হচ্ছে ক্রিকেট ইভেন্টগুলো। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে আইসিসি। গত রবিবার থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪৫ ম্যাচের টিকেট বিক্রি শুরু করেছে আইসিসি।

বিশ্বকাপ টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকেই দর্শকদের ব্যাপক আগ্রহ লক্ষ করা যাচ্ছে৷ বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত- পাকিস্তানের ম্যাচকে ঘিরে। আগ্রহে অপেক্ষায় থাকেন বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। আগামী ২৪ অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা। অবাক করা ব্যাপার হলো, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচের সব আসনের টিকিট মাত্র এক ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে গেছে।

ভারত-পাকিস্তান ম্যাচের জন্য জেনারেল, জেনারেল ইস্ট, প্রিমিয়াম, প্যাভিলিয়ন ইস্ট ও প্লাটিনামের টিকিট ছাড়া হয়েছিল। সবগুলো গ্যালারির টিকিটই শেষ হয়ে গেছে। সর্বোচ্চ দাম ছিল প্রিমিয়াম ও প্লাটিনাম টিকিটের। এগুলো ১৫০০ ও ২৬০০ দিরহামে কিনে নিয়েছে দর্শকরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password