বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে

বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে

মাঘের প্রথমভাগেই পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এমন পরিস্থিতি আরও দুয়েকদিন অব্যাহত থাকবে। পাশাপাশি দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

এ ব্যাপারে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, পশ্চিমা লঘুচাপের প্রভাবে খুলনা ও যশোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। বৃষ্টিতে কমছে দিনের তাপমাত্রা। এমন আবহাওয়া আরও দুয়েকদিন অব্যাহত থাকতে পারে। রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও জানান, শৈত্যপ্রবাহ আপতত নেই। তবে কুয়াশা আর উত্তুরে হাওয়ার দাপটে শীতের অনুভূতি একটু বেশি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

শাহনাজ সুলতানা বলেন, সোমবারও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকবে। আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা কমবে। বৃষ্টিও কমে আসবে। বৃষ্টির প্রভাব কেটে গেলে ২৫ জানুয়ারির পর ফের তাপমাত্রা কমতে থাকবে বলে জানিয়েছেন তিনি। মাঘের শুরুতে পাঁচ জেলায় তিন-চার দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলে। মাসের শেষ দিকে ফের শীতের প্রভাব বাড়বে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিকে, রোববার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ১১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

মন্তব্যসমূহ (০)


Lost Password