শ্রীলঙ্কার বিপক্ষে পিচ আশা দেখাচ্ছে বাংলাদেশকে

শ্রীলঙ্কার বিপক্ষে পিচ আশা দেখাচ্ছে বাংলাদেশকে

স্পোর্টস ডেস্ক : আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম সুপার টুয়েলভ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে পরাজিত হওয়ার পর অনেকেই এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে টাইগারদের নিয়ে আশা ছেড়ে দিয়েছেলেন। তবে বাছাই পর্ব অনুষ্ঠীত হয়েছিল ওমানে কিন্ত সুপার টুয়েলভের ম্যাচ হচ্ছে আরব আমিরাতে আর সেখানকার পিচ আবার আশা জাগিয়ে তুলেছে টাইগার সমর্থকদের মনে।

মধ্যপ্রাচ্যের তপ্ত বালুর রাজ্যে প্রথম দিনের দুই ম্যাচে স্পিনারদের দাপটে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। দুই ম্যাচেই ব্যাটসম্যানরা হিমশিম খেয়েছেন। খেলা দেখে মনে হতে পারে যেন মিরপুরের মাঠে খেলা হচ্ছে। বাংলাদেশের কোচও ঠিক একইরকম মনে করছেন। শারজার পিচ সহায়ক হবে মনে করেন ডমিঙ্গো। ঢাকায় আগস্ট-সেপ্টেম্বরে যে পিচে বাংলাদেশ খেলেছে, এই পিচ অনেকটা সেরকম দেখতে পাচ্ছেন দক্ষিণ আফ্রিকান কোচ। ডমিঙ্গো বলেছেন, ‘আমরা গত কয়েক মাসে শ্রীলঙ্কার বিপক্ষে বেশ কিছু ম্যাচ খেলেছি। ওয়ানডে ও টেস্টে তাদের বিপক্ষে ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। দক্ষতাসম্পন্ন বোলার ও কিছু বিপদজনক ব্যাটসম্যানদের নিয়ে আমাদের দল ভারসাম্যপূর্ণ। আমাদের আছে সাকিবের মতো বিশ্বমানের অলরাউন্ডার। এই ধরনের কন্ডিশন আমাদের সঙ্গে মানানসই। শারজার উইকেটগুলো ঢাকার মতোই। আশা করি সেটা কালকের ম্যাচে আমাদের সহায়তা করবে'।

ম্যাচের সময় নিয়েও সন্তুষ্টি কোচের ‘আমাদের ম্যাচ শুরু হবে বেলা ২টায় (বাংলাদেশ সময় বিকাল ৪টা)। সময়টা আমাদের সঙ্গে মানানসই। আমি মনে করি আমাদের স্পিনাররা খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে। শিশির নিয়ে ভাবা লাগবে না। আমরা জানি অনেক দলই এখন শিশির নিয়ে ভাবছে'।

বিশ্বকাপ বাছাইপর্বে মাঠে নামার আগে শ্রীলঙ্কার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল টাইগাররা। সেই প্রস্তুতি ম্যাচে জয়ের আশা জাগিয়েও তীরে এসে ডুবেছিল জয়ের স্বপ্ন। এবার মিশ্বকাপের মুল পরবে বাংলাদেশ সেই হারের প্রতিসোধ নেয় নাকি শ্রীলঙ্কা তাদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখে সেটাই দেখার বিষয়। আজ বাংলাদেশ সময় বিকাল চারটায় শারজায় দুই দল মাঠে নামবে। সুপার টুয়েলভে বাংলাদেশ দলের অন্যান্য প্রতিপক্ষ হলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েষ্ট ইন্ডিজ ও দক্ষিন আফ্রিকা।

মন্তব্যসমূহ (০)


Lost Password