পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ফিরতে চান তামিম

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ফিরতে চান তামিম

স্পোর্টস ডেস্ক : চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে আছেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। গত জুলাইয়ে হাঁটুর চোট নিয়েও ম্যানেজ করে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিলেন। তারপর থেকে আর জাতীয় দলের জার্সি গায়ে দেওয়া হয়নি। অপেক্ষার পালা শেষ হচ্ছে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের। পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজ দিয়েই দলে ফিরতে যাচ্ছেন তিনি। তবে টেস্ট সিরিজের আগে পাকিস্তানের সাথে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে টাইগাররা। সেই সিরিজের দেখা যাবে না তামিম ইকবালকে।

এই টেস্ট সিরিজে চোখ রেখে বাংলাদেশের প্রথম শ্রেণির টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে খেলবেন তামিম, যা শুরু হবে ১৪ নভেম্বর। দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি খেলেন না বলে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ান দেশসেরা ওপেনার। পুনর্বাসনের অংশ হিসেবে খেলতে যান নেপালে। সেখানে গিয়ে নতুন করে বাঁহাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন।

রোববার তামিম ক্রিকবাজকে বলেন, আমি ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে ৭ নভেম্বর থেকে স্পিনের বিপক্ষে অনুশীলনের পরামর্শ দিয়েছেন। এখন আমি এনসিএলের পঞ্চম রাউন্ড দিয়ে মাঠে ফেরার কথা ভাবছি। আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে উঠিনি আমি। তবে আমি পুনর্বাসনের তিন সপ্তাহ কাটিয়ে ফেলেছি। অনুশীলনে ফেরার আগে আরো এক সপ্তাহ সময় আছে আমার হাতে।

আগামী ২৬ নভেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের টেস্ট সিরিজ। এর আগে ১৯, ২০ ও ২২ নভেম্বর তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে দুই দল।

মন্তব্যসমূহ (০)


Lost Password