হঠাৎ করেই আইপিএল ম্যাচের সময়ের পরিবর্তন

হঠাৎ করেই আইপিএল ম্যাচের সময়ের পরিবর্তন
MostPlay

স্পোর্টস ডেস্ক : করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া আইপিএল আরব আমিরাতে আবার মাঠে গড়িয়েছে। মরুর দেশেই জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। একের দলের ১০-১১টি ম্যাচ শেষ হয়ে গেলেও কোন দল এখনও প্লে-অফ নিশ্চিত করতে পারেনি। মঙ্গলবার প্রথম দল হিসেবে দিল্লির এমনটা করার সুযোগ ছিল। কিন্তু কলকাতার কাছে হেরে যাওয়ায় ঋষভ পান্তের দলকে আরও অপেক্ষায় থাকতে হচ্ছে। মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাইয়ের সেই সুযোগ রয়েছে। যদি তারা সানরাইজার্সকে পরের ম্যাচে হারিয়ে দিতে পারে।

এমন সময় হঠাৎ করেই আইপিএলের লিগ পর্বের সময়ে আনা হয়েছে পরিবর্তন। চলতি আসরে প্রাথমিক পর্বের শেষ দুই ম্যাচ একই সময়ে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। মঙ্গলবার আইপিএল গভর্নিং কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয়েছে, টুর্নামেন্টের প্রথম পর্বের শেষদিন অর্থাৎ ৮ অক্টোবর একইসময়ে হবে শেষ দুইটি ম্যাচ। আইপিএলে এর আগে কখনও একইসময়ে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়নি। আগের সূচি অনুযায়ী এদিন আবু ধাবিতে বাংলাদেশ সময় বিকাল চারটায় হওয়ার কথা ছিল সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ। আর রাত আটটায় দুবাইয়ে দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লড়াই।

নতুন সূচি অনুযায়ী দুইটি ম্যাচই শুরু হবে রাত ৮টায়। আবুধাবিতে খেলবে মুম্বাই-হায়দরাবাদ এবং দুবাইয়ে খেলবে ব্যাঙ্গালুরু-দিল্লি। বিবৃতিতে সময় পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানালেও এর পেছনের কারণ জানায়নি বিসিসিআই। ক্রিকেট ওয়েবসাইট

ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে বলেছে, একই সঙ্গে ম্যাচ দুটি আয়োজনের পরামর্শ দিয়েছে সম্প্রচারক স্বত্ব পাওয়া স্টার। ধারণা করা হচ্ছে, স্টার ২০২২ আসরের পরীক্ষামূলক প্রস্তুতি হিসেবে এমনটা করতে চাচ্ছে। যেহেতু আগামী আসরে একই সময়ে দুটি ম্যাচ বেশ কয়েক রাউন্ডে রয়েছে। তাই নিজেদের সক্ষমতা যাচাই করে নিতে চাচ্ছে স্টার স্পোর্টস কতৃপক্ষ।

মন্তব্যসমূহ (০)


Lost Password