বিশ্বকাপ মিশনে বাংলাদেশের দাপুটে বোলিংয়ে চাপে পরেছে স্কটল্যান্ড

বিশ্বকাপ মিশনে বাংলাদেশের দাপুটে বোলিংয়ে চাপে পরেছে স্কটল্যান্ড
MostPlay

টি-২০ বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। দাপুটে বোলিংয়ে স্কটিশদের কোণঠাসা করে রেখেছে টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্কটল্যান্ডের সংগ্রহ ১৪ ওভারে ৬ উইকেটে ৭৭ রান। খাতা কলমে গ্রুপের সবচেয়ে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

স্কটল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন জর্জ মুন্সে ও কাইল কোয়েতজার। শুরু থেকেই ব্যাট হাতে হিমশিম খাচ্ছিলেন দুই ওপেনার। প্রথম দুই ওভারে মাত্র ৫ রান নিতে সক্ষম হন তারা। তবে তৃতীয় ওভারে আর উইকেট পতন ঠেকাতে পারেনি স্কটিশরা। সাইফউদ্দিনের করা ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে ইয়োর্কারে বোল্ড হন স্কটল্যান্ড অধিনায়ক কাইল কোয়েতজার। ৭ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

এরপর ম্যাথু ক্রসকে সঙ্গে নিয়ে পাল্টা আক্রমণের চেষ্টা করেন মুন্সে। একই ওভারে দুজনকে ফেরান মাহেদী হাসান। সাজঘরে ফেরার আগে দুজনে করেন যথাক্রমে ১১ ও ২৯ রান। এর তিন ওভার পর জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। ৩ বলের ব্যবধানে তিনি ফেরান রিচি বেরিংটন ও মাইকেল লিস্ককে। এর মাধ্যমে অনন্য এক মাইলফলক স্পর্শ করেন তিনি। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এককভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হন তিনি।

৮৪ ম্যাচে ১০৭টি উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এতদিন সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন শ্রীলংকার লাসিথ মালিঙ্গা। স্কটল্যান্ডের বিপক্ষে নামার আগে সাকিবের শিকার ছিল ৮৮ ম্যাচে ১০৬টি। পরের ওভারে আবারো আঘাত হানেন মাহেদী। এবার তার শিকার ক্যালাম ম্যাকলিওড। এমতাবস্থায় বড় সংগ্রহ করা নিয়ে শঙ্কায় স্কটিশরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password