রোনালদোর পর্তুগালকে অনিশ্চ্যতায় ফেলে বিশ্বকাপে সার্বিয়া

রোনালদোর পর্তুগালকে অনিশ্চ্যতায় ফেলে বিশ্বকাপে সার্বিয়া

স্পোর্টস ডেস্ক : ২০০২ জাপান-কোরিয়ার আসর থেকে নিয়মিত বিশ্বকাপ খেলা পর্তুগাল বড় ধাক্কা খেলো ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে। সার্বিয়ার কাছে ২-১ গোলে হেরে কাতার বিশ্বকাপের টিকিট পাওয়া নিয়ে শঙ্কায় ক্রিস্টিয়ানো রোনালদোর দলের। পর্তুগালকে পিছনে ফেলে কাতার বিশ্বাকাপে সরাসরি সুযোগ করে নিল সার্বিয়া।

রোববার রাতে নিজেদের ঘরের মাঠে সার্ভিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল পর্তুগাল। তাদের শুরুটা ছিলো দারুণ। ম্যাচ শুরুর মাত্র দুই মিনিটের মাথায় বার্নার্দো সিলভার অসাধারণ এক পাসে জালে বল জড়ান পর্তুগিজ মিডফিল্ডার রেনাতো সানচেজ। ত্রয়োদশ মিনিটে সমতায় ফিরতে পারত সার্বিয়া, কিন্তু বাঁধ সাধে দুর্ভাগ্য। স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচের শট দূরের পোস্টে লাগে। ৩৩তম মিনিটে সমতা ফেরায় সার্বিয়া। এই গোলে দায় আছে পর্তুগিজ গোলরক্ষক রুই পাত্রিসিওর। ডি-বক্সের মাথা থেকে দুসান তাদিচের শট দানিলো পেরেইরার গায়ে লেগে পাত্রিসিওর হাত ছুঁয়ে গোললাইন পেরিয়ে যায়।

নিশ্চিত ড্রয়ের পথে এগোচ্ছিল খেলা। কিন্তু ৯০তম মিনিটে দ্বিতীয়ার্ধের বদলি নামা খেলোয়াড় আলেক্সান্দার মিত্রোভিচের গোল সর্বনাশ করে দেয় পর্তুগালকে। হতাশায় নুয়ে পড়েন রোনালদোরা। এই জয়ের সুবাদে ‘এ’ গ্রুপ থেকে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সার্বিয়া। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় হয়েছে পর্তুগাল। যে কারণে তাদের খেলতে হবে প্লে-অফে।

ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ১০ গ্রুপের শীর্ষ ১০ দল সরাসরি পাবে ২০২২ কাতার বিশ্বকাপের টিকেট। ১০ গ্রুপের রানার্সআপ ও নেশন্স লিগের সেরা দুই গ্রুপ জয়ী মিলে ১২ দলের প্লে-অফে ইউরোপ থেকে আরও তিনটি দল সুযোগ পাবে বিশ্বকাপে খেলার।

মন্তব্যসমূহ (০)


Lost Password