আত্রাইয়ের বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে বিনামূল্যে অনুষ্ঠিতব্য চক্ষু শিবিরের প্রচার-প্রচারণা ক্যাম্পেইন অনুষ্ঠিত

আত্রাইয়ের বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে বিনামূল্যে অনুষ্ঠিতব্য চক্ষু শিবিরের প্রচার-প্রচারণা ক্যাম্পেইন অনুষ্ঠিত

আত্রাইয়ের বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে বিনামূল্যে অনুষ্ঠিতব্য চক্ষু শিবিরের প্রচার-প্রচারণা ক্যাম্পেইন অনুষ্ঠিত।

 আগামী (৭ অক্টোবর) শনিবার সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশনের জন্য অনুষ্ঠিতব্য চক্ষু শিবিরের প্রচার-প্রচারণা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিতব্য চক্ষু শিবিরে মিচুয়্যাল ট্রাস্ট ব্যাংক ফাউন্ডেশন গুলশান ঢাকার আর্থিক সহযোগিতায় ও ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট এবং হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনায় অসহায় ও দরিদ্র মানুষসহ সর্বস্তরের মানুষের চক্ষু চিকিৎসা দেওয়া হবে। সম্পূর্ণ ফ্রিতে চক্ষু চিকিৎসা, চশমা, ঔষধ আর ছানি পরা রোগীদের বিনামূল্যে বিদেশি লেন্স, ঔষধ,কালো চশমা ও যাতায়াত, খাওয়া ও থাকা ফ্রি প্রদান করা হবে। স্থান:বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ ,আত্রাই নওগাঁ, সময় সকাল ৯টা হতে বেলা ২টা পর্যন্ত । আয়োজনে: প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র, ও প্রজন্মের মেলা। মিডিয়া পার্টনার প্রজন্মের আলো projonmer alo www.projonmeralo.com এ চক্ষু শিবিরে পরীক্ষার পর যাদের অপারেশন প্রয়োজন তাদের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট এবং হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে এবং বিনা মূল্যে বিদেশী লেন্স স্থাপন করা হবে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে সংলগ্ন মেইন রোডে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রজন্মের আলো, প্রজন্মের মেলার সম্পাদক ও বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ রোটারিয়ান আব্দুর রহমান রিজভী। এ সময় প্রভাষক জাকিরুল ইসলাম, আবু রেজা, হারুন অর রশিদ উজ্জল, খালেক হাসান, আফাজ উদ্দীন,রফিকুজ্জামান মানিক, জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী (৭ অক্টোবর) শনিবার আত্রাইয়ের বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশনের জন্য অনুষ্ঠিতব্য চক্ষু শিবিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password