কাতার বিশ্বকাপের পর বিশ্বমঞ্চে আর দেখা যাবে না নেইমারকে

কাতার বিশ্বকাপের পর বিশ্বমঞ্চে আর দেখা যাবে না নেইমারকে

স্পোর্টস ডেস্ক : বর্তমান সময়ে ব্রাজিলের প্রানভোমরা বলা হয়ে থাকে নেইমারকে। তাকে ঘিরেই কাতার বিশ্বকাপে নিজদের ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন দেখে ব্রাজিল সমর্থকরা। নেইমার নিজেই খুব করে স্বপ্ন দেখেন হলুদ জার্সিতে বিশ্বকাপ জেতার। এরচেয়েও বড় খবর হল কাতার বিশ্বকাপের পর বিশ্বমঞ্চে হলুদ জার্সিতে আর দেখা যাবে না নেইমার জুনিয়রকে। এমনটা ২৯ বছর বয়সী নেইমার নিজেই জানিয়েছেন।

আসন্ন কাতার বিশ্বকাপে নেইমারের বয়স হবে ত্রিশ। মধ্য ত্রিশে মেসি ও রোনালদো বিশ্ব কাপালেও এখানেই থেমে যেতে চান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড! কাতারের পর আর কোনো বিশ্বকাপ খেলার কথা মাথায় আনছেন না ২৯ বছর বয়সী ফরোয়ার্ড। ডিএজেডএন’র এক্সক্লুসিভ ডকুমেন্টারি ‘নেইমার অ্যান্ড দ্য লাইন অব কিংস’এ পিএসজি তারকা বলেছেন, ‘আমি মনে করি এটাই আমার শেষ বিশ্বকাপ। এটাকে আমার শেষ হিসেবে দেখছি কারণ আমি জানি না ফুটবলে আর বেশি থাকার মতো মানসিক শক্তি আমার থাকবে কি না। তাই আমি সবকিছু ভালোভাবে করতে চাইব, আমার দেশের জন্য জিততে সব করব, ছোটবেলা থেকে যে বিশাল স্বপ্ন আমি দেখছি তা পূরণে। আশা করি আমি তা করতে পারব।’

নেইমার জুনিয়র ব্রাজিলের হয়ে ২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপে অংশ নিয়েছেন। নিজের দেশে ২০১৪ সালে জার্মানির কাছে সেমিফাইনাল ও ২০১৮ সালে বেলজিয়ামের কাছে হেরে কোয়াটার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। 

মন্তব্যসমূহ (০)


Lost Password