নিউজিল্যান্ডের শেষ ব্যাটিং জুটি জিততে দিল না ভারতকে

নিউজিল্যান্ডের শেষ ব্যাটিং জুটি জিততে দিল না ভারতকে

স্পোর্টস ডেস্ক : শেষ উইকেটে অবিচ্ছিন্ন থেকে ৫২ বল খেলে ভারতকে কানপুর টেস্টে জয় বঞ্চিত করেছেন নিউজিল্যান্ডের ব্যাটিং জুটি রাচিন রবীন্দ্র ও আজাজ প্যাটেল। ফলে রোমাঞ্চকর ড্র’য়ে শেষ হয়েছে ভারত-নিউজিল্যান্ড দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

কানপুর টেস্টের চতুর্থ দিনের শেষ বিকালে নিউজিল্যান্ড দলকে ২৮৪ রানের টার্গেট দিয়ে ৪ রানে ওপেনার উইল ইয়াংকে আউট করে জয়ের স্বপ্নেছিল ভারত। শেষ দিনে ৯ উইকেট তুলে নিলেই কাঙ্খিত জয় নিশ্চিত এমন সমীকরণ নিয়েই মাঠে নেমেছিল ভারতীউ দল অপরদিকে স্পিন সহায়ক উইকেটে ম্যাচ জেতার বদলে উইকেটে পড়ে থেকে ড্রয়ের পরিকল্পনাই করেছিল কিউইরা। শেষ উইকেট জুটির কল্যাণে পরিকল্পনায় সফল হয়েছে তারা। নিউজিল্যান্ডের হয়ে টম লাথাম ২ রানে অপরাজিত থেকে ও নাইটওয়াচম্যান উইলিয়াম সমারভিল পঞ্চম দিনের খেলা শুরু করেন। দিনের প্রথম সেশন ভালোভাবেই শেষ করেন লাথাম ও সমারভিল।

দ্বিতীয় সেশনের প্রথম বলেই লাথাম ও সমারভিলের জুটি ভাঙ্গেন পেসার উমেশ যাদব। ৩৬ রান করে ফেরেন সমারভিল। এরপর চা-বিরতির আগে নিউজিল্যান্ডের আরও দুটো উইকেটের পতন ঘটান আশ্বিন ও জাদেজা। ৫২ রান করা লাথামকে বিদায় দেন আশ্বিন আর অভিজ্ঞ রস টেইলরকে শিকার করেন জাদেজা। ফলে ৪ উইকেটে ১২৫ রানে চা-বিরতিতে যায় নিউজিল্যান্ড। এ অবস্থায় ম্যাচ ড্র করায় মনোযোগী হয় নিউজিল্যান্ড। তবে জয়ের জন্য আক্রমনাত্মক কৌশল গ্রহন করে ভারত। চা বিরতির পর দ্রুত উইকেট হারাতে থাকে সফরকারীরা। ১২৬ রানে ফেরেন হেনরি নিকোলস (১), ১২৮ রানে কেন উইলিয়ামসন (২৫), ১৩৮ রানে টম ব্লানডেল। তিনি ৩৮ বল খেলে ২ রান করে যান। এরপর ১৪৭ রানে কাইল জেমিসন ও ১৫৫ রানে টিম সাউদিকে হারিয়ে জয়োৎসব শুরু করে ভারত।

কিন্তু জমাট ব্যাটিং করে তাদের জয়োৎসব থামিয়ে দেন রাচিন ও আইজাজ। টপ ও মিডল অর্ডারের বাঘা বাঘা ব্যাটসম্যানদের আউট করেও শেষ ৫২ বলে ভারতের বোলাররা ফেরাতে পারেননি তাদের দুজনকে। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলে দিন শেষ করে ড্র করে রাচিন-আইজাজ। ৯১ বলে ২ চারে অপরাজিত ১৮ রান করে নিউ জিল্যান্ডকে রোমাঞ্চকর ড্র উপহার দেন রাচিন। তার সঙ্গে ২৩ বল খেলে ২ রান করে অপরাজিত থেকে দারুণ সঙ্গ দেন টেল এন্ডার আইজাজ প্যাটেল। ৮৯.২ ওভারের মাথায় নবম উইকেট হারানোর পর আরও ৮.৪ ওভার ক্রিজে টিকে থাকেন রাচিন ও আইজাজ।

মন্তব্যসমূহ (০)


Lost Password