আবারও বার্সালোনায় ফিরতে চান মেসি

আবারও বার্সালোনায় ফিরতে চান মেসি

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনায় লিওনেল মেসির শৈশব, কৈশর, যৌবন কেটেছে। খেলোয়াড়ী জীবনে নামডাক সবই পেয়েছেন কাতালান ক্লাবটির হয়ে। বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক শেষ করে বর্তমানে পিএসজির হয়ে খেলছেন লিও। পিএসজির হয়ে খেললেও আবারও বার্সায় ফিরতে চান মেসি। তবে সেটা বুটজোড়া তুলে রাখার পর। খেলোয়ার নয় এবার ভিন্ন ভূমিকায় বার্সায় ফিরতে চান সময়ের সেরা খেলোয়াড় মেসি।

গণমাধ্যম, স্পোর্তকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, সবসময়ই বলে আসছি, ‘বার্সেলোনকে সাহায্য করতে যেকোনো উপায়ে আমি স্পেনে ফিরতে রাজি। টেকনিক্যাল সেক্রেটারি হতে পছন্দ করব। তবে তিনি এও বলেছেন, ‘আমি জানি না, বার্সেলোনায় সেটা সম্ভব হবে কিনা’। এ সময় বার্সেলোনার প্রতি নিজের ভালোবাসার কথা জানাতেও লুকাননি মেসি, ‘যতটুক সম্ভব অবদান রাখতে আমি বার্সায় ফিরতে চাই। কারণ আমি ক্লাবটাকে ভালোবাসি। ক্লাবের উপকারে আসতে পারলে এবং উন্নতিতে অবদান রেখে বিশ্বসেরার কাতারে নিতে পারলে আমার বেশ ভালো লাগবে’।

প্রসঙ্গত, চলতি মৌসুমের শুরুতে লা লিগার বেতন-সংক্রান্ত জটিলতায় মেসিকে ছেড়ে দিতে বাধ্য হয় বার্সেলোনা। ছয়বারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার পরে নাম লেখান পিএসজিতে। আপাতত এ ক্লাব ছাড়ার কোনো ইচ্ছে না থাকলেও, অবসরের পর আবার বার্সায় ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন মেসি।

মন্তব্যসমূহ (০)


Lost Password