জয় দিয়েই বার্সেলোনা অধ্যায় শুরু হলো ম্যানেজার জাভির

জয় দিয়েই বার্সেলোনা অধ্যায় শুরু হলো ম্যানেজার জাভির

স্পোর্টস ডেস্ক : হাসি মুখে শুরু হলো বার্সেলোনার কোচ হিসেবে জাভির পথচলা। স্প্যানিশ লা লিগায় গতকাল রাতে এস্পানিওলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। নতুন কোচ জাভির অভিষেক ম্যাচ ছিল এটি। কোচ জাভির কারণে বার্সা-এসপায়নলের এ ম্যাচটি দেখতে ন্যু ক্যাম্পে উপস্থিত হয়েছিলেন প্রায় ৭৫ হাজার দর্শক।

এ যেন ন্যু ক্যাম্পের জন্য নতুন করে প্রাণ ফিরে পাওয়া। মেসি চলে যাওয়ায় ও দলের বাজে পারফরমেন্সের কারণে ৮০ হাজার দর্শক ধারণ ক্ষমতার ন্যু ক্যাম্পে দর্শকদের উপস্থিতি অনেক কমে গেছে। এমনকি ধারণ ক্ষমতার অর্ধেকও পূর্ণ হয়নি এমনও দিন গেছে। তবে নিজেদের পুরাতন খেলোয়াড় জাভি কোচ হিসেবে ফিরেছেন, সেটিই উপভোগ করতে ৭৫ হাজার মানুষ গিয়েছিলেন স্টেডিয়ামে।

বার্সেলোনার ম্যানেজার জাভির প্রথম ম্যাচে ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য বার্সেলোনা ১৬টি শট নেয়, যার ৬টি ছিল লক্ষ্যে। আর এস্পানিওলের ১২ শটের ২টি লক্ষ্যে ছিল। খেলার শুরু থেকেই এস্পানিওলকে চেপে ধরে বার্সেলোনা। তাদের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে ওঠে অতিথি দলটি। তারপরও ম্যাচটির প্রধমার্ধ শেষ হয় গোলশূণ্যভাবে। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। সফল স্পটকিকে গোল করেন ডাচ ফরোয়ার্ড মেমফিস। আর এতেই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এই জয়ের ফলে এস্পানিওলের বিপক্ষে লিগে এই নিয়ে টানা ২৩ ম্যাচে অপরাজিত রইল বার্সেলোনা। এর মধ্যে তাদের জয় ১৮টি।

এস্পানিওলের বিপক্ষে জয়ের পর ১৩ ম্যাচে পাঁচ জয়ে ২০ পয়েন্ট নিয়ে লা লিগার ষষ্ঠ স্থানে উঠে এসেছে কাতালান ক্লাবটি। এক ম্যাচ বেশি খেলা এস্পানিওলের পয়েন্ট ১৭। তারা লীগে ১১তম স্থানে অবস্থান করছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password