নৌকা প্রতীকে জাহিদ সরকারকে দেখতে চায় এলাকাবাসী

নৌকা প্রতীকে জাহিদ সরকারকে দেখতে চায় এলাকাবাসী
রাব্বি সরকার : জন্মলগ্ন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া গ্রামের বাসিন্দা শহীদ জয়নাল আবেদীন সরকার। তৃণমূলে ছিলেন খুবই জনপ্রিয়। বাঘাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন শহীদ জয়নাল আবেদীন সরকার।

সংগ্রামী হওয়ায় এলাকাবাসী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই প্রিয় হয়ে ওঠেন তিনি। এবার তারই উত্তরসূরী জাহিদ সরকার বড় ভাইয়ের পথে হেঁটে জনপ্রিয়তা ও এলাকাবাসীর ভালোবাসা পেয়েছেন। আসন্ন বাঘাব ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা) পদে মোঃ জাহিদ সরকারকে দেখতে চায় এলাকাবাসী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জাহিদ সরকারের বাবা শহীদ কালামিয়া সরকারকে হত্যা করা হয় রাজনৈতিক প্রতিহিংসার কারণে। চাচাতো ভাই আহম্মেদ সরকারকে হত্যা করে বিএনপির কতিপয় সন্ত্রাসীরা। বড় ভাই বাঘাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন সরকারকে হত্যা করে বিএনপি জামাত জোট। বাঘাব ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোঃ মোগল সরকারকে ষড়যন্ত্র মূলকভাবে মাসুম, নিষ্পাপ ভাতিজাকে হত্যা করে বিএনপি জামাত জোটের নেতাকর্মীরা।

আরও জানা যায়, জাহিদ সরকারের পরিবারের অনেক সদস্য ৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। পারিবারিক সূত্রে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত একটি পরিবার।

স্থানীয় বাসীন্দাদের সঙ্গে কথা বললে তারা বলেন, জাহিদ সরকারকে নৌকা প্রতীকে মনোয়ন দিলে তিনি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন। কারণ তিনি এলাকায় খুবই জনপ্রিয়। তিনি চেয়ারম্যান হলে এলাকার অনেক উন্নয়ন হবে। সবচেয়ে বড় কথা হলো, জাহিদ সরকার গরিবের কথা মনোযোগ দিয়ে শোনেন। এরপর সাধ্যমতো তিনি সমাধানের চেষ্টা করেন। জাহিদ সরকার চেয়ারম্যান হিসেবে যোগ্য প্রার্থী। তাকে দলের মনোনয়ন দিলে ইউনিয়নবাসী অনেক উপকৃত হবে। আমরা তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

ইউনিয়নের আরো অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, জাহিদ সরকার বর্তমানে খুবই জনপ্রিয়। বড় ভাইয়ের অবর্তমানে তিনি দীর্ঘদিন ধরে বাঘাব ইউনিয়নে মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছেন। যেহেতু জয়নাল আবেদীন সরকারের উত্তরসূরি জাহিদ সরকার। আমরা শহীদ জয়নাল আবেদীন সরকারের ছোট ভাই জাহিদ সরকারকে নৌকা প্রতীক দেওয়ার দাবি করছি।

এ বিষয়ে শিবপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক ও নৌকার মননোয়ন প্রত্যাশী জাহিদ সরকার বিডি টাইপকে বলেন, আওয়ামী লীগের প্রতি আমার বড় ভাই সারাজীবন নিবেদিত ছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত দলকে সময় দিয়েছেন। কঠিন সময়েও তিনি দলের সিদ্ধান্ত এবং ভালো লাগা থেকে এক চুলও সরেননি। এটা নরসিংদীবাসী সবাই অবগত। বড় ভাইয়ের মতো আমিও কাজ করে যেতে চাই। দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছি। দলের মানুষের জন্য কাজ করছি। এলাকার মানুষ খুব করে চায় আমাকে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হিসেবে। আমি আশাকরি আমাকে জননেত্রী নৌকা প্রতীক দিবেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password