জাতীয় লিগেও ব্যার্থতা ধরে রেখেছেন লিটন দাস

জাতীয় লিগেও ব্যার্থতা ধরে রেখেছেন লিটন দাস
MostPlay

স্পোর্টস ডেস্ক : টি-২০ বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতা ও ক্যাচ মিস করার পর বারবার সংবাদ শিরোনামে এসছে লিটন দাসের নাম। আগামীকাল থেকে শুরু হতে পাকিস্তানের সাথে টি-টুয়েন্টি সিরিযে রাখা হয়নি তাকে। জাতীয় দলে জায়গা না পেয়ে রানে ফেরার জন্য নেমে পড়েছেন জাতীয় লিগে। তবে সেখানেও জাতীয় দলের মতই ব্যাতিং ব্যার্থতা বজায় রেখেছেন তিনি। উইকেটে থিতু হয়েও বড় রান করতে পারেননি তিনি। করেছেন মাত্র ২৪ রান।

জাতীয় দলে সাদা পোশাকের ক্রিকেটে ৬-৭ এ ব্যাট করলেও রংপুর বিভাগের হয়ে বুধবার (১৭ নভেম্বর) শুরুতে ব্যাট করতে নামেন লিটন। তৃতীয় দিনশেষে ২৪ রান অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটার। অনেকেই আশা করেওছিলেন এই ম্যাচ দিয়েই আবাব্র রানে ফিরবেন স্টাইলিস এই ব্যাটার। কিন্ত সেই আশা পুরণ হয়নি লিটন ভক্তদের। বিশ্বকাপের ব্যাটিং ব্যার্থতা জাতীয় লিগেও ধরে রেখেছেন লিটন। আগের দিনের করা ২৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামা এ ব্যাটার এদিন কোনো রান করেই সুমন খানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান।

ব্যাট হাতে ব্যার্থ হলেও এ ম্যাচেও নজড় কেড়েছেন লিটন। প্রথমবারের মতো যে বল করতে গেছেীই উইকেটরক্ষক ব্যাটারকে। রংপুর ও ঢাকা বিভাগের এই ম্যাচটা ড্রয়ের দিকেই এগুচ্ছিল। ফলাফল পক্ষে আসার জন্য নাটকীয় কিছু হওয়াও ছিল প্রায় অসম্ভব। নিজেদের পুরো ইনিংসই বাকি ছিল। তাই নিছক মজা করেই বোলিংয়ে আসেন লিটন। এর মাধ্যমে অধিনায়ক আকবর আলী ব্যবহার করেন নয়জন বোলার। বোলিংটা একেবারে খারাপও করেননি লিটন। সবমিলিয়ে ৩ ওভার বোলিং করেছেন লিটন। কোনো উইকেট না পেলেও রান দিয়েছেন ১৪।

ড্র হয়ে যাওয়া রংপুর-ঢাকার ম্যাচটিতে প্রথম ইনিংসে নাদিফের ব্যাটিংয়ের সুবাদে ৩৭১ রান করে ঢাকা। জবাবে প্রথম ইনিংসে ৬ উইকেটে ২২২ রান তোলে রংপুর। নাসিরের ৪৯ পাশাপাশি ৪৭ রান করেন আরিফুল। দ্বিতীয় ইনিংসে ঢাকার হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন আব্দুল মজিদ। দ্বিতীয় ইনিংসে দুটি উইকেট নেন তানভির হায়দার।

মন্তব্যসমূহ (০)


Lost Password