নামাজে কিরাত পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ইমাম

নামাজে কিরাত পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ইমাম
MostPlay

মসজিদে নববিতে ফজর নামাজ পড়িয়েছেন শায়খ ড. আলী আল হুজাইফি। নামাজে কিরাত পড়তে গিয়ে তাঁর কণ্ঠস্বর নিচু হয়ে পড়ে। কান্নাভরা কণ্ঠে তাঁর তিলাওয়াত নাড়া দেয় সবাইকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এ তিলাওয়াতের ভিডিও ছড়িয়ে পড়ে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ভাইরাল হয় তাঁর কান্নাভরা তিলাওয়াতের ভিডিও। এমনকি অনেকে হ্যাশট্যাগআলীআলহুজাইফি লিখে তাঁর মায়ের জন্য দোয়া করেন। মূলত মায়ের মৃত্যুতে তাঁর কণ্ঠস্বর ভারী হয়ে ওঠে। টুইটারে একজন লেখেন, ‘শায়খ আল হুজাইফির মা মারা গিয়েছেন।

গতকাল ফজরের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে। শায়খ আল হুজাইফি সেদিনও ফজরের নামাজে স্থিরভাবে ইমামতি করেন। কিন্তু নামাজের কিরাতে যখন তিনি পড়লেন- ‘হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের কাছে ফিরে আসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। ’ (সুরা : আল ফাজর, আয়াত : ২৭-৩০)

আরেকজন টুইটারে লিখেন, ‘আমি এই নামাজে উপস্থিত ছিলাম। শুরুতে আমি কিছুই বুঝতে পারিনি। তিনি সুরা : ফজরের শেষ আয়াতগুলো পড়তে গিয়ে কান্না করলেন। আমরা ভাবলাম হয়তো তিনি নামাজে অধিক মনোযোগের কারণে এমন হয়েছে। এরপর জানাজার নামাজেও তিনি খুবই কান্না করেন। অবশেষে আমরা নামাজের পর টুইটারে তার মায়ের মৃত্যুর খবর পাই। ’

গত শনিবার (৯ জুলাই) শায়খ আলী আল হুজাইফির মা ইন্তেকাল করেন। মসজিদে নববিতে তিনি নিজে মায়ের জানাজা নামাজ পড়ান। এরপর জান্নাতুল বাকিতে তাঁকে দাফন করা হয়। এমন সৌভাগ্যবান নারীর জন্য সবাই দোয়া করেন। কারণ তাঁর ছেলে শায়খ আলী আল হুজাইফি ও নাতি শায়খ আহমদ বিন আলী আল হুজাইফি মসজিদে নববির ইমামতি করেন। সূত্র : আল আরাবিয়া

মন্তব্যসমূহ (০)


Lost Password