১৬ তম নিবন্ধনধারী শিক্ষকদের মানবিক দাবি নিয়ে মানববন্ধন

১৬ তম নিবন্ধনধারী শিক্ষকদের মানবিক দাবি নিয়ে মানববন্ধন
MostPlay

আঠারো মাসে নয়, যেন ছত্রিশ মাসেই বছর গুণছে ১৬ তম নিবন্ধনের হভু শিক্ষকরা। এনটিআরসির দীর্ঘসূত্রিতা বিষিয়ে তুলছে তাঁদের জীবন। প্রায় সাড়ে তিন বছর হয়ে গেল তাঁদের নিয়োগ কার্যক্রমের। এখনো অনিশ্চয়তায় ঝুলে আছে তাঁদের ভাগ্য। সম্প্রতি ৩য় গণবিজ্ঞপ্তিতেও অল্পের জন্যে ঠাঁই পেলেন না ১৬ তম প্রার্থীরা।

এবার চতুর্থ গণবিজ্ঞপ্তিই তাঁদের শেষ ভরসা। তাই দ্রুত চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য মানববন্ধন করেছে চূড়ান্তভাবে পাস করা ১৬ তম নিবন্ধনধারী চাকরিপ্রার্থীরা। আজ ২৬ জানুয়ারি, ২০২২, রোজ বুধবার জাতীয় প্রেসক্লাবে সকাল সাড়ে দশটায় শুরু হয়ে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত চলে তাঁদের এ মানববন্ধন।

পরে তারা মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব ও এনটিআরসিএ’র মহাপরিচালক বরাবর স্বরকলিপি প্রদান করে। মানববন্ধনে অংশ নেয়া চাকুরীপ্রার্থীরা দ্রুত তাদের নিয়োগ দিয়ে বেকারত্ব লাঘবের দাবি তুলেন। মানববন্ধন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী এবং এনটিআরসির উদ্দেশ্যে মূলত তিনটি নির্দিষ্ট দাবি তারা তুলে ধরেন।

দাবিগুলো হলো: ১. মুজিববর্ষেই ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে ২. ১৬ তমদের বয়স বিবেচনায় ৩৫+ আবেদন করার সুযোগ দিতে হবে এবং ৩. বিজ্ঞপ্তি প্রকাশের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা ও ইনডেক্স মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশীরা মানববন্ধনে বলেন, ২০১৯ সালের ০২ মে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় ১৪ নভেম্বর ২০২০ তারিখে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা অনুষ্ঠিত হয় ২০২০ সালের ২ ডিসেম্বর। এরপর ১৭ অক্টোবর ২০২১ সালে চূড়ান্ত ফলাফল প্রকাশ হয় যেখানে ১৮৫০০ জন পাস করে।

কিন্তু এরপর মাত্র ভাইবা পরীক্ষা শেষ হওয়ার ৭ পূর্বে ৩য় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যাতে ১৬তম নিবন্ধন ধারীদেরকে হতাশ হতে হয়। তারা আরো বলেন, এখন চতুর্থ গণবিজ্ঞপ্তির আশায় দিন গুণছেন। তবে ১৬ তমদের ৩ বছর অতিবাহিত হওয়ার কারণে প্রতিদিন নির্ধারিত ৩৫ বছর অতিক্রম করে মহান পেশা হতে বঞ্চিত হচ্ছেন। ১৬তম ছাড়া ১ থেকে ১৫তম পর্যন্ত সকলেই তিনটি করে গণবিজ্ঞপ্তি পেয়েছে।

তাই বয়সের কথা বিবেচনা করে ১৬তম সকল নিবন্ধনকারীদের সুযোগ দিয়ে চতুর্থ গগণবিজ্ঞপ্তি মুজিব বর্ষের মধ্যেই প্রকাশ করার অনুরোধ জানানো হয় মানববন্ধন থেকে। মানববন্ধনে অংশ নেয়াদের মধ্যে বক্তব্য রাখেন মো. শাকিল আহমেদ, মো. জাকির হোসেন, নুর মোহাম্মদ প্রমুখ।

এসময় অন্যান্য যারা উপস্থিত ছিলেন তারাও নিজেদের বয়স শেষ হয়ে যাওয়া নিয়ে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। তবে সবাই আশাবাদ ব্যক্ত করেন, অবিলম্বে এনটিআরসি চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের এই অসহায়ত্ব থেকে মুক্তি দিবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password