ক্যামেরুনের কাছে ব্রাজিলের পরাজয়ে হতাশ সমর্থকরা

ক্যামেরুনের কাছে ব্রাজিলের পরাজয়ে হতাশ সমর্থকরা
MostPlay

তুলনামূলক সহজ প্রতিপক্ষ ক্যামেরুনের কাছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারে হতাশ ব্রাজিল সমর্থকরা। বড় পর্দায় খেলা দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছিলো উপচে পড়া ভিড়। ব্রাজিলের এমন পরাজয়ে মজা নিতে ছাড়েননি আর্জেন্টাইন সমর্থকরা। যেমনটা সৌদির কাছে হারের পর করেছিল ব্রাজিল সমর্থকরা।

এ যেন অঘটনের বিশ্বকাপ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। রোমাঞ্চকর ম্যাচের শেষদিকে একমাত্র গোলটি করেন ভিনসেন্ট আবু বকর। হারলেও গ্রুপ সেরা হয়ে নক আউট পর্বে উঠেছে সেলেসাওরা। ক্যামেরুনের বিপক্ষে হারে হতাশ হয়ে ফিরেছেন দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখতে আসা ব্রাজিল সমর্থকরা। তবে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা তাদের।

শুক্রবার (২ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর কল্পলোক আবাসিকে বড় পর্দায় খেলা দেখতে আসা দর্শকরা প্রথম দিকে আনন্দ উল্লাসে মেতে উঠেন। তবে শেষ মুহূর্তে ব্রাজিল ১-০ গোলে হেরে যাওয়ায় হতাশ সমর্থকরা। নেইমার না থাকায় হার বলে মনে করেন তারা। সমর্থকরা বলছেন, টুর্নামেন্টের শুরুতেই দাপট দেখিয়ে খেলছে ব্রাজিল। দলে নেইমার ছিল না।

আর হঠাৎ করে এতগুলো খেলোয়াড় পরিবর্তন করাও ঠিক হয়নি। তবে জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল। ক্যামেরুনের বিপক্ষে গোলটা দুর্ঘটনাবশত হয়েছে। আগামী ম্যাচ ভালো হবে। পতাকা হাতে নিয়ে, জার্সি গায়ে দিয়ে খুলনার শহীদ হাদিস পার্কে বড় পর্দায় খেলা দেখতে আসেন ব্রাজিল সমর্থকরা।

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের হারে সমর্থকদের মন ভাঙে। তবে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা তাদের। এদিকে ফেনী শহরের পুরাতন কারাগারের সামনে ফেনী পৌরসভার বসানো বড় পর্দায় প্রতিদিনের মতো খেলা দেখতে ভিড় করেন দর্শকরা। তবে প্রিয়দল ব্রাজিলের পরাজয়ে অনেকটা হতাশ হয়ে ঘরে ফিরতে দেখা যায় তাদের। এ হার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান তারা। ভক্তরা বলেন, খেলার মধ্যে হার-জিত আছেই। পরের ম্যাচে ব্রাজিল অবশ্যই ভালো করবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password