ম্যাজিস্ট্রেট এর তৎপরতায় গোবিন্দপুর ইউনিয়নে নৌকার ৭ ক্যাম্প বন্ধ

ম্যাজিস্ট্রেট এর তৎপরতায় গোবিন্দপুর ইউনিয়নে নৌকার ৭ ক্যাম্প বন্ধ

আসন্ন ইউপি নির্বাচনের তফসিল অনুসারে প্রতিটা চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ ৩ টা নির্বাচনী ক্যাম্প থাকার কথা থাকলেও মেঘনা উপজেলার ৬ নং গোবিন্দপুর ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী ১১ টি ক্যাম্প করে, পরে তা আইন-শৃঙ্খলা বাহিনী তা পর্যবেক্ষন করে ৮টি ক্যাম্প বন্ধ করে দেয়। 

গতকাল শনিবার (৬নভেম্ভর) সেনগর বাজারে মেজিস্ট্রেট এসে ওই ক্যাম্প গুলো বন্ধ করার সিদ্ধান্ত নেয়। 

গত শনিবার বিকালে আনারশ প্রতিকের পচারনা মাইকের উপরে নৌকা প্রতিকের প্রচারনা মাইক লাগাতে চাইলে আনারশ মার্কার প্রার্থী সেলিম রেজা আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা চাইলে মেঘনা থানার কর্মরত এস আই সাইফুল তা পর্যবেক্ষনে আসে, পরে তাদের মাইক গুলো নামিয়ে দেয়। 

তৎখনাত মেজিস্ট্রেট এসে সব পর্যবেক্ষন করে দেখা যায় নৌকা পতিকের চেয়ারম্যান পদপ্রার্থী মাঈন উদ্দিন মুন্সি তপনের ১১টি ক্যাম্প রয়েছে। যেহেতু তফসীল অনুসারে একজন প্রার্থীর সর্বোচ্চ ৩টি নির্বাচনি ক্যাম্প থাকতে পারবে তাই বাকী সব গুলো ক্যাম্প বন্ধ করার সিদ্দান্ত নেয় দায়িত্ব থাকা মেজিস্ট্রেট। পরে তাদের করা ১১ ক্যাম্প থেকে কোন তিনটি ক্যাম্প রাখবে তার জন্য মাঈন উদ্দিন মুন্সি তপন কে ফোন করা হলে সে তার প্রতিনিধি রেজাউল করিম কে পাঠায় । রেজাউল তাদের ১১ টি ক্যাম্প সম্পর্কে জানেনা বলে জানান। পরে রেজাউল করিম, আলিপুর, সেননগর বাজার এবং নাসিরের বাড়ির মোড়ের ক্যাম্প রাখার কথা জানায়। 

মন্তব্যসমূহ (০)


Lost Password