সৌদি আরবে বাড়েনি নিত্য পণ্যের দাম

সৌদি আরবে বাড়েনি নিত্য পণ্যের দাম

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে বিশ্বজুড়ে তেল ও জ্বালানি খাতে বিরূপ প্রভাব পড়লেও মধ্যপ্রাচ্যের তেলনির্ভর অর্থনীতির দেশ সৌদি আরবে এখনো বাড়েনি নিত্যপ্রয়োজনীয় কোনো পণ্যের দাম। এতে অনেকটাই স্বস্তিতেই আছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। বিশ্বের যে কোনো প্রান্তে যুদ্ধ শুরু হলে এর প্রভাব পড়ে পার্শ্ববর্তী দেশগুলোতেও।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে। এ অবস্থায় একদিকে ইউক্রেনের বন্দরগুলো অচল অন্যদিকে, রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞায় দেশ দুটি থেকে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে পণ্য আমদানি-রফতানি প্রায় বন্ধ। সৌদি আরবের সঙ্গেও ইউক্রেন-রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কে ভাটা পড়েছে। তবে এখনো এর কোনো প্রভাব পড়েনি সৌদি আরবের অর্থনীতিতে। এ অবস্থায় স্বস্তি প্রকাশ করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। যুদ্ধ চলতে থাকলে হয়তো অচিরেই বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password