উরুগুয়ের বিপক্ষে বড় জয় ব্রাজিলের

উরুগুয়ের বিপক্ষে বড় জয় ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বে টানা ৯ ম্যাচে জয় তুলে নেয়ার পর গত কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। তবে জয়ে ফিরতে বেশি নেয়নি তিতের শিষ্যরা। আজ শুক্রবার (১৫ অক্টোবর) ভোরে ঘরের মাঠে কাভানি-সুয়ারেজদের বিপক্ষে ৪-১ ব্যবধানের বিশাল জয় পায় নেইমাররা।

কলম্বিয়ার বিপক্ষে আগের ম্যাচে পয়েন্ট হারানো ব্রাজিলের আগুনে যেন পুড়ল উরুগুয়ে। গত রাউন্ডে আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে হেরে আসা দলটি প্রায় পুরো ম্যাচেই ব্যস্ত ছিল রক্ষণ সামলাতে। ৫৫ শতাংশ সময় বল দখলে রাখা ব্রাজিল গোলের জন্য শট নেয় ২২টি, এর ১৩টি ছিল লক্ষ্যে। উরুগুয়ের পাঁচ শটের কেবল তিনটি ছিল লক্ষ্যে। ছন্দে থাকার দিনে নেইমার মাঠে যে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন, সেটা উরুগুয়ের বিরুদ্ধে আজ আরো একবার প্রমাণ হয়ে গেল মাঠে।

উরুগুয়ানদের একাই কাঁপিয়ে ছেড়েছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। ম্যাচে গোল করেছেন একটি, করিয়েছেন দুটি। উরুগুয়ের অর্ধে প্রতিপক্ষকে চরকির মতো ঘুরিয়েছেন নেইমার। ব্রাজিল ম্যাচ জিতেছে ৪-১ গোলের ব্যবধানে। ব্রাজিলের বাকি তিন গোলের দুটি করেছেন লিডস ইউনাইটেডের রাফিনহা। অপর গোলটি স্লামেঙ্গোর স্ট্রাইকার গাব্রিয়েল বারবোসার।

দারুণ জয়ে এই আন্তর্জাতিক বিরতি শেষ করল ব্রাজিল। ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। আর সমান খেলে ২৫ পয়েন্টে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। আর্জেন্টিনা আগামী নভেম্বরে স্বাগত জানাবে ব্রাজিলকে। উরুগুয়ে ১২ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে। কলম্বিয়াও সমান পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ স্থানে।

মন্তব্যসমূহ (০)


Lost Password