২০০৩ সালের পর মালদ্বীপকে হারালো বাংলাদেশ

২০০৩ সালের পর মালদ্বীপকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ১৮ বছর আগে সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে হারিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। এরপর দীর্ঘ ১৮ বছর পর আজ শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে চার জাতি ফুটবলে মালদ্বীপের বিপক্ষে জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ট্রফিতে শুরুর দিকে মালদ্বীপকে চাপে রেখে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের মাত্র ১২ মিনিটের বাংলাদেশকে এগিয়ে নেন অধিনায়ক জামাল ভূঁইয়া। লাল সবুজ জার্সিতে এটি জামালের প্রথম আন্তর্জাতিক গোল। প্রথমার্ধেই সমতায় ফিরে মালদ্বীপ। ৩২ মিনিটের কর্নার কিক থেকে গোল করে মালদ্বীপকে ম্যাচে ফেরান মুহম্মদ উমাইর। আলী আশফাকের কর্নার থেকে কোন সুযোগ না দিয়ে বল জালে পাঠান অরক্ষিত অবস্থায় থাকা উমাইর। ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে দুই দল চেশঝটা করছিল লিড নেয়ার কিন্ত দুই দলের ফরোয়ার্ডরা রক্ষনের বাধা আটকাতে পারছিলনা। ম্যাচের শেষ দিকে নাটকীয় মোড় নেয় ম্যাচ। ৮৮ মিনিটের সময় বল নিয়ে বক্সে ঢুকলে জুয়েল রানাকে অবৈধভাবে বাধা দেন মালদ্বীপের গোলরক্ষক। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করলেন তপু বর্মন। ব্যর্থতার বৃত্ত ভেঙে ১৮ বছর পর মালদ্বীপকে হারানোর উচ্ছ্বাসে মাতল বাংলাদেশ।

চারজাতি এই টুর্ণামেন্টে দুই ম্যাচ শেষে ১ ড্র ও ১ জয় থেকে ৪ পয়েন্ট নিয়ে এখন টেবিলের শীর্ষে বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে শেষ ম্যাচ ড্র করলেই ফাইনাল নিশ্চিত বাংলাদেশের।

মন্তব্যসমূহ (০)


Lost Password