গণশুনানিতে যাবে বিএনপি

গণশুনানিতে যাবে বিএনপি

গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করতে বাংলাদেশ এনার্জি রেগুলেটারি কমিশনের গণশুনানিতে অংশ নেবে বিএনপির একটি প্রতিনিধি দল। সোমবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আজ মঙ্গলবার গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানায় দলটি। এতে বলা হয়, দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

ঠিক এই সময়ে রাষ্ট্রীয় মালীকানাধীন গ্যাস বিতরণ কম্পানিগুলোর গ্রাহক পর্যায়ে খুচরা গ্যাসের মূল্য ৩৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব অযৌক্তিক ও অমানবিক। এর বিরোধিতা করতে গণশুনানিতে পাঁচ সদস্যের টিম পাঠানোর সিদ্ধান্ত হয়। জানা গেছে, সভায় দলীয় কর্মসূচি গ্রহণসহ কয়েকটি বিষয়ে ব্যাপক তর্ক-বিতর্ক হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭১ সালে ২৬ মার্চ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাকিস্তানের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ করে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র হতে স্বাধীনতার ‘ঘোষণা’ দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার যে আহ্বান জানিয়েছিলেন সেই দিনটিকে এবং ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্রকে স্মরণীয় করে রাখার জন্য চট্টগ্রামের কালুরঘাটে বিশেষ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।

সভায় সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সভা মনে করে, তিনি শুধু প্রাজ্ঞ বিচারকই ছিলেন না, জাতির বিশেষ ক্রান্তিলগ্নে তার উপর অর্পিত দায়িত্ব দৃঢ়তা, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন এবং গণতন্ত্রে উত্তরণের পথে নিরপেক্ষভাবে নেতৃত্ব দিয়েছেন।

সভায় আরো সিদ্ধান্ত হয়, আগামী ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস দলীয়ভাবে পালন করা হবে। রমজানে আলেম, ওলামা ও এতিম, বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কূটনৈতিকদের সম্মানে ৪টি ইফতার মাহফিল আয়োজন করবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password